ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আশির দশকে বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। অর্থাৎ তাঁর ঝুলিতে একাধিক সিনেমা। তবু নিজের জন্য কিছুই রাখেননি তিনি। অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি অভিনেতার নেই বললেই চলে। তবে তিনি এবার এক বড় কথা জানালেন। কী কথা? কেন এমন সিদ্ধান্ত?
নিজের বলতে কিছুই নেই (Anupam Kher)
১৯৮৫ সালে কিরণ খেরের সাথে বিবাহ করেন অনুপম খের (Anupam Kher)। কিরণের প্রথম পক্ষের সন্তান সিকন্দর। অনুপম খেরের নিজের সন্তান নেই। সিকন্দরকে তাঁর বাবার চেয়েও কম ভালোবাসেন না তিনি। তবে নিজের সন্তান না থাকার কারণে, তাঁর ব্যক্তিগত সম্পত্তি নিয়ে কথা বললেন। কয়েক দশক ধরে অভিনয়ের জগতে রয়েছেন অনুপম খের। কিন্তু তিনি নিজের জন্য কিছুই রাখেননি! এমনকি তাঁর নিজের সম্পত্তি বা গাড়ি কিছুই নেই বললেই চলে।
কেন এমন সিদ্ধান্ত? (Anupam Kher)
আসলে অভিনেতা অনুপম খের (Anupam Kher) চান না তাঁর অবর্তমানে তাঁর সম্পত্তি নিয়ে ভাগাভাগি হোক। অভিনেতার মতে , তিনি অনেকটা গৌতম বুদ্ধের অনুপ্রেরণায় অনুপ্রাণিত। গৌতম বুদ্ধের মতই তিনিও মনে করেন, জীবন কাটানোর মত কিছু রেখে সবকিছু স্বাচ্ছন্দে ত্যাগ করা উচিত। জীবন কাটানোর মতো বাসস্থান, গাড়ি ও কিছু লোক থাকলেই যথেষ্ট। অভিনেতার মতে তিনি অনেক বয়স্ক মানুষের কাছে থেকেই শুনেছেন, তাঁরা কিভাবে নিজেদের সম্পত্তি থেকে বিতাড়িত হয়েছেন। অর্থাৎ সম্পত্তির জন্য নিজের মানুষকে ঘর ছাড়া করতে কিন্তু বোধ করেন না অনেকেই। সেই সব দিক ভেবেই অভিনেতা নিজের ব্যক্তিগত সম্পত্তি রাখেননি। অভিনেতার কথায়, তাঁর পরিবারে এমন কোনও ঘটনা ঘটুক তিনি চান না।
আরও পড়ুন: Alia Bhatt: হৃতিকের জীবনে আলিয়ার গোয়েন্দাগিরি, বদলাল অভিনেত্রীর ভাগ্য!
উচ্চাকাঙ্ক্ষী
অভিনেতা অনুপম খের (Anupam Kher) নিজেকে উচ্চাকাঙ্ক্ষীও মনে করেন। তবে সেটা তাঁর ছবির ক্ষেত্রে। অর্থাৎ তাঁর ছবিগুলো অবশ্যই ভালো ব্যবসা করুক সেটা তিনি চান। তবে নিজের ব্যক্তিগত জীবনে খুব বেশি কিছু চান না। তিনি বিশ্বাস করেন , জীবনে আর্থিক স্বাচ্ছন্দ বোধ আসলেই বিলাসিতাতে থাকতে হবে তেমনটা নয়। অর্থাৎ নিজের প্রয়োজনটুকু ছাড়া বিলাসিতা করাকে তিনি গুরুত্ব দেন না তাঁর জীবনে।
অপছন্দ করা
অভিনেতা অনুপম খের (Anupam Kher) সবসময় মনে করেন , তাঁর ব্যক্তিগত সম্পত্তি থাকলে হয়ত বিবাদ ও মনোমালিন্য হতে পারে তাঁর পরিবারে। যেটা একেবারেই অপছন্দ করেন তিনি। যার জন্য তিনি নিজের ব্যক্তিগত সম্পত্তি বলতে কিছুই রাখেননি। আর অভিনেতার এমন সিদ্ধান্তকে অনেকে মনে করেন , তাঁর সৎ ছেলের জন্যই হয়ত তিনি সম্পত্তি রাখেননি। কিন্তু তাঁর কথা অনুযায়ী এমন ধারণাটা ভুল । অভিনেতার মৃত্যুর পর তার পরিবারে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কোনও অশান্তি হোক, তা তিনি চান না। যার জন্য অভিনেতার এমন সিদ্ধান্ত।