ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডের (Bollywood ) বিখ্যাত অভিনেতা অনুপম খের (Anupam Kher) নাকি অভিনয় (Acting ) ছেড়ে দিচ্ছেন? সত্যি কী তাই? আপনি কী তাই বিশ্বাস করছেন? ট্রোলারদের কড়া জবাব দিলেন অনুপম খের। কেন হঠাৎ এমন প্রসঙ্গ এল?
কর্মজীবন (Anupam Kher)
ভারতীয় চলচ্চিত্রের একজন প্রবীণ অভিনেতা অনুপম খের (Anupam Kher)। যিনি তাঁর কর্মজীবনে ৫৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তবে তিনি প্রবীণ অভিনেতা হলেও এনার্জিতে ভরপুর। তার কাছে বয়সটা শুধুমাত্র সংখ্যা । তিনি বলেন, “আমার পেশায় বয়সের কোন সীমা নেই”। এই প্রবীণ অভিনেতা নব প্রজন্মের অভিনেতাদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন এখনও। তিনি নিজেকে স্ট্রাগলিং অভিনেতা হিসেবেও বর্ণনা দিয়েছেন। এখন প্রশ্ন থেকেই যাচ্ছে যে , কেন তিনি অভিনয় ছেড়ে দিচ্ছেন? এই প্রশ্ন কেন উঠছে?
আরও পড়ুন: Neem Phooler Madhu: দর্শকদের মন ছিনিয়ে নিল পর্ণা-সৃজন, মাতিয়ে দিল ৭০০ পর্বে!
সামনে আসে অবসরের খবর (Anupam Kher)
কিছুদিন আগেই এই বলিউড অভিনেতা অনুপম খেরের (Anupam Kher) অবসরের কথা খবরে আসতে দেখা যায়। তবে এই মুহূর্তে তিনি মানসিক দিক দিয়ে সুস্থ হয়ে উঠেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর সেই কঠিন সময়ের কথা বলেছিলেন। অনুপম বলেন, “রাতে ঘুমাতে পারতাম না, মনে হত কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছি, একেবারে জীবনটা থেমেছিল, কাজ করতাম তবে মন লাগত না। লুকিয়ে লুকিয়ে কাঁদতাম।”
তবে তাঁর কাছ থেকে জানা যায়, তিনি তাঁর চিকিৎসকের কাছে চোখের জন্য ওষুধ দিতে বলেছিলেন, যাতে জোরালো আলোতে শুটিং করতে পারেন। তখন চিকিৎসক জানান তাঁকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
সোশাল মিডিয়ায় অ্যাক্টিভ
সোশ্যাল মিডিয়ায় এই অভিনেতা বেশ অ্যাক্টিভ। মাঝেমধ্যেই নানান ধরনের মোটিভেশনাল ভিডিয়ো পোস্ট করেন। কিছুদিন আগেই একটা খবর বেশ চাউর হয়। বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher) নাকি অবসাদে রয়েছেন। তিনি কিন্তু নিজেই প্রকাশ্যে আনলেন সেই অন্ধকার সময়ের কথা। কঠিন পরিস্থিতির কথা ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
আরও পড়ুন: Ranojoy Bishnu: চুটিয়ে প্রেম করছেন রণজয়! গুড্ডির নায়িকাই প্রেমিকা?
কঠিন সময় অতিক্রান্ত
সোজা কথায় একটা কঠিন সময় অতিক্রম করেছেন তিনি। সম্প্রতি পা দিয়েছেন ৬৯ বছর বয়সে। দ্যা কাশ্মীর ফাইলস (The Kashmir Files) মুক্তির পর সোশ্যাল মিডিয়াতে (Social Media) নানান কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেতা। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি ঠিক করে ফেলেছেন যে, একটা বয়সের পর তিনি আর অভিনয় করবেন না। আর সেই বয়সটা হল ৯০। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন, এখনই তাঁর অবসরের সময় আসেনি। তিনি প্রতিদিন নিজেকে বদলে ফেলার চেষ্টা করছেন। প্রতিদিন নতুন কিছু শিখছেন। তাঁর কথায়, এই শেখাটা শেষ হবে ৯০ বছরে গিয়ে। তাঁর নিজের কেরিয়ার তিনি নিজেই ঠিক করবেন। সমাজের কথায়, কে কী বলছে, সে বিষয়গুলোকে তিনি একেবারেই তোয়াক্কা করেন না। তাই নেটিজেনদের কটাক্ষকে তিনি পাত্তা দেবেন না। একবার নিজের বায়োডাটা (Biodata) আপলোড করে বলেছিলেন, পাঁচ বছর অন্তর তিনি তাঁর বায়োডাটা আপডেট করেন। ভাগ্যক্রমে তাঁর পেশায় বয়সের কোনও সীমা নেই । তবে আশা করেন, তাঁর বায়োডাটা সবার ভালো লাগবে।