ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুরুলিয়ার (Purulia) জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রাম। যেখানে দেখতে পাবেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে (Aparajita Adhya)। তাও আবার একদম মুখ্য ভূমিকায়, নেতিবাচক চরিত্রে (Negetive Character)।
কে তিনি? (Aparajita Adhya)
পুরুলিয়ার এই গ্রামে অত্যন্ত জাগ্রত বনদেবী। আর এই গ্রামের জমিদার কন্যা, অপরাজিতা (Aparajita Adhya)। যিনি সবার জন্য একটা নিয়ম তৈরি করেছেন। নিজেকে বলেন ওই গ্রামের রক্ষক। অপরদিকে পুলিশের (Police) ভূমিকায় দেখতে পাবেন বনি সেনগুপ্তকে (Bonny Sengupta)। মাইথোলজির চাদরে মোড়া টানটান একটা ক্রাইম থ্রিলার। পরতে পরতে শুধুই রহস্য। আর এই সমস্ত রহস্যের জট খুলবে একদম শেষে গিয়ে। খুব শীঘ্রই ছবির শুটিং হতে চলেছে। টলিপাড়ায় এই ছবি নিয়ে এখন জোর চর্চা। ছবির নাম বানসারা।
কে পরিচালক? (Aparajita Adhya)
পরিচালনায় আতিউল ইসলাম। ছবির কাজ খুব দ্রুতই শুরু হবে। যেখানে এই প্রথম একটু অন্যরকম ভূমিকায় দেখতে পাবেন অভিনেত্রী অপরাজিতাকে। তাঁর বিপরীতে রয়েছেন বনি সেনগুপ্ত। একদম আকর্ষণীয় অন্যরকমের গল্প। এছাড়াও অভিনয় করবেন টলি পাড়ার একাধিক অভিনেতা অভিনেত্রী।
আরও পড়ুন: SRK Meets Fan: শাহরুখকে দেখতে ৯৫ দিনের অপেক্ষা! অভিনেতার কাণ্ডে মুগ্ধ ভক্তরা
গল্পের গল্প
আপাতত যতদূর শোনা যাচ্ছে, পুরুলিয়া জঙ্গলে ঘেরা গ্রাম বানসারা। সেই নাম অনুযায়ী ছবির নাম রাখা হয়েছে। এই গ্রামের বনদেবীর নাম বানসারা। তিনি এতটাই জাগ্রত যে অপরাধীদের নিজের হাতের শাস্তি দেন। ত্রিশূল দিয়ে বধ করেন। দেবী তার সমস্ত আদেশ বলুন, কিংবা ইচ্ছে গ্রামের সাধারণ মানুষের কাছে বার্তার হিসেবে পৌঁছে দেন বড়মার মাধ্যমে।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
নিয়মের জাল
এখানে বড়মার ভূমিকায় অভিনয় করবেন অপরাজিতা (Aparajita Adhya)। যিনি ওই গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরিকা দেবী। আদতে এক দিকে তিনি যেমন রাজনীতিবিদ, অপরদিকে নিজেকে সবসময় দাবি করেন বানসারার রক্ষক বলে। নিজে থেকেই বানসারার জন্য একগুচ্ছ নিয়ম তৈরি করে রেখেছেন।
আরও পড়ুন: Helena Luke: প্রয়াত মিঠুনের প্রথম স্ত্রী, চর্চায় মাত্র ৪ মাসের সংসার!
খুন!
হঠাৎ সামনে আসবে, একের পর এক রহস্যজনক ঘটনা। গ্রামের দেবীর হাতে খুন হতে থাকে একের পর এক ব্যক্তি। বিভিন্ন ধরনের বেআইনি কাজকর্ম চলতে থাকে। সেই সমস্ত রহস্যের কিনারা করতে গ্রামে আসেন পুলিশ অফিসার অজিতেশ। যার ভূমিকায় দেখা যাবে বনিকে। অত্যন্ত সৎ নির্ভীক একজন পুলিশ অফিসার তিনি।
অন্যান্য চরিত্রে কারা?
এছাড়াও শিক্ষিকা সুভদ্রার চরিত্রে দেখতে পাবেন, মুন সরকারকে। কাপালিকের চরিত্রে বিশ্বরূপ বিশ্বাস। ফিল্মমেকারের চরিত্রে লিজা ভৌমিক। গৌরিকার অনুগত এবং নিষ্ঠাবান পুরোহিতের চরিত্রে ভাস্কর দত্ত। আপাতত শোনা যাচ্ছে, ছবিটি অত্যন্ত টানটান উত্তেজনায় ভরা হতে চলেছে। যেখানে কাপালিক গ্রামকে সমস্ত কালো ছায়া আর অভিশাপ মুক্ত করার চেষ্টা করবে। চলবে বিজ্ঞান বনাম কুসংস্কারের লড়াই।