ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশ জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস (Apu Biswas)। প্রায় সময় সংবাদ মাধ্যমের শিরোনামে দেখা যায় অপু বিশ্বাস ও বুবলীর নাম। এবার অপু বিশ্বাসের (Apu Biswas) নাম চর্চায় উঠে আসল অন্য এক কারণে। শোনা যাচ্ছে তিনি নাকি অস্ত্রোপচারের মাধ্যমে রোগা হয়েছেন। কে জানালেন এমন কথা ? অভিনেত্রীর কী মত?
সমাজমাধ্যমে তোলপাড় (Apu Biswas)
বাংলাদেশের জনপ্রিয় নৃত্য পরিচালক গৌতম সাহা (Gautam Saha)। একসময় অপু বিশ্বাসের (Apu Biswas) সাথে তাঁর খুব ভালো সম্পর্ক ছিল। তবে বর্তমানে শবনম বুবলীর (Shobnom Bubly) সাথে তাঁর সম্পর্কের কথা জানা যায়। তবে গৌতম সাহার (Goutam Saha) বলা একটি কথা সমাজমাধ্যমে তোলপাড়। তাঁর কথায়, তিনি অপুকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন, রোগা হওয়ার জন্য। চিকিৎসক অনেক খাওয়ার নিয়ম তৈরি করে দেন। তবে অপু সে সমস্ত কিছুই মানতেন না। তাঁর মতে, অপু নাকি অস্ত্রোপচারের মাধ্যমে রোগা হয়েছেন। যেটা আগে করা উচিত ছিল। অর্থাৎ সে সময় অপু নাকি কিছুই মেনে চলতেন না। যার কারণে তিনি নিজের ওজন নিয়ন্ত্রণ করতে পারেননি।
অনেকের ধারণা (Apu Biswas)
নৃত্য পরিচালক গৌতম সাহা অপু বিশ্বাসকে (Apu Biswas) নিয়ে কেন এমন কথা বললেন? অনেকেই ভাবছে হয়ত অপুর সাথে সম্পর্কে তিক্ততার কারণে তাঁর এমন মন্তব্য। তবে অভিনেত্রী অপু বিশ্বাস (Apu Biswas) এ প্রসঙ্গে কিছু বলতে চাননি। অপু বিশ্বাসের মতে, তাঁর সঙ্গে গৌতমের অনেকদিন সম্পর্ক নেই। আর তিনি কী করে ওজন কমিয়েছেন, তা কি করে জানলেন গৌতম? বলতে গেলে অপু বিশ্বাস হাসির ছলে কথাটা জানান।
আরও পড়ুন: Paresh Rawal: সুস্থ হতে প্রস্রাব পান? বিতর্কের ঝড়ে ফাঁস পরেশ রাওয়ালের সত্যি!
একসময় অপু বিশ্বাসের (Apu Biswas) সাথে বেশি কাজ করেছেন গৌতম সাহা। তবে বর্তমানে বুবলীর সাথে ওতপ্রোত ভাবে জড়িত তিনি। আর যে কারণে গৌতম সাহা এমন মন্তব্য করেছেন অপু বিশ্বাসের বিষয়ে, বলে মনে করছেন অপু বিশ্বাসের অনুরাগীরা।
বন্ধুত্বের সম্পর্ক
গৌতম সাহা অপু বিশ্বাসের সাথে তাঁর বন্ধুত্বের কথা স্বীকার করেছেন এবং অপুর সঙ্গে অনেক স্মৃতি আছে বলে জানান তিনি। ফ্যাশন কোরিওগ্রাফি এবং চলচ্চিত্র ও নাটকে তাঁর কাজের জন্য পরিচিত গৌতম । তিনি বাংলাদেশ ‘অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪’ সহ বেশ কয়েকটি পুরস্কারও জিতেছেন। তাছাড়া তিনি নাটক ও সিনেমায় প্রচুর কাজ করেছেন।
আরও পড়ুন: Deepika Padukone: মা হতেই কাজ হারাচ্ছেন দীপিকা! বিস্ফোরক বিদ্যা বালান
বিবাহ বহির্ভূত সম্পর্ক নয়
প্রসঙ্গত অপু বিশ্বাস, শবনম বুবলী ও শাকিবের নাম প্রায় সময় চর্চায় উঠে আসে। সম্প্রতি শোনা যায়, বুবলীর সাথে শাকিবের নাকি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, বলে মনে করেন অনেকে। কিন্তু অভিনেত্রীর বলা কথা অনুযায়ী সেই ধারণা বদলে গিয়েছে। অভিনেত্রী বুবলীর কথায়, শাকিবের আগের সম্পর্কের কথা তাঁর জানা ছিল না। অভিনেত্রীর মতে, ২০১৭ সালে যখন অপু – শাকিবের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তার আগে থেকেই বুবলীর সাথে শাকিবের সম্পর্ক ছিল। যদিও বুবলী এখন আলাদা থাকেন। অন্যদিকে শাকিব বাবা হিসেবে দুই পক্ষের ছেলের সব কর্তব্য পালন করেন