ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যখন গোটা দেশ জুড়ে এ আর রহমানের (AR Rahman) বিবাহ বিচ্ছেদের (Divorce) খবরে তোলপাড়। তখন এই ঘটনার জল্পনাকে উসকে দিল আর একটা খবর। বাংলার মেয়ে মোহিনী দে-র (Mohini Dey) জন্যই নাকি সুরকার স্ত্রী সায়রাকে (Saira Banu) ছাড়লেন। তাদের সংসারে তবে কী তৃতীয় ব্যক্তির উপস্থিতি ছিল? যার জেরে ২৯ বছরের সম্পর্কে এত বড় ফাটল?
মানতে পারছেন না কেউ (AR Rahman)
শুধু অনুরাগীরাই নয়, এ আর রহমান (AR Rahman) আর সায়রা বানুর তিন সন্তান, তারাও বাবা মায়ের বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছে না। এই সিদ্ধান্তে তারা মানসিক ভাবে বিধ্বস্ত। সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন।
মোহিনীর পোস্ট (AR Rahman)
কিন্তু জল্পনা বাড়িয়েছে, যখন সোশ্যাল মিডিয়ায় এ আর রহমান (AR Rahman) বিচ্ছেদের ঘোষণা করলেন, তার কয়েক ঘণ্টা পরেই তার সহশিল্পী মোহিনী দে’ও স্বামী মার্কের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন। পুরো ব্যাপারটাই কি কাকতালীয়? নাকি এখানে কোন যোগসুত্র রয়েছে? উঠে আসছে নানান মন্তব্য। ইতিমধ্যেই অনেকে কমেন্ট করতে শুরু করে দিয়েছেন। আসলে সত্যিটা কী? যদিও এই বিষয়ে খোলসা করেছেন এ আর রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানু।
কী বললেন সায়রার আইনজীবী?
সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ এই বিষয়ে জানিয়েছেন। তাঁর বক্তব্য, এই ধরনের বিতর্কের আদতে কোনও অর্থই নেই। কারণ মোহিনীর বিবাহ বিচ্ছেদের সঙ্গে রহমান (AR Rahman) আর সায়রার বিবাহ বিচ্ছেদের কোনও যোগসূত্র নেই। এটা তাদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো। তিনি আরও বলেন, প্রত্যেকটি দীর্ঘ বিবাহিত জীবন নানান ওঠাপড়ার মধ্য দিয়ে যায়। তিনি এটা ভেবে খুশি যে, রহমান আর সায়রা বানু খুব সচেতনভাবে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। আর এই বিচ্ছেদ একেবারেই খারাপ বৈবাহিক জীবনের ফল নয়। কারণ দুজন দুজনকে সম্মান করেন।
আরও পড়ুন: Dev and Fugla Viral Video: দেবের বউকে বিয়ে করবে! ভুল বুঝতে পেরে ক্ষমা চাইল ফুগলা
কে মোহিনী (Mohini Dey)
কিন্তু প্রশ্ন উঠছে, কে এই মোহিনী দে? বয়স বেশি নয়, বড়জোর ২৯। কলকাতার মেয়ে। রহমানের সঙ্গে প্রায়ই সময় দেশ-বিদেশে তাঁকে শো করতে দেখা গিয়েছে। অন্ততপক্ষে ৪০টি শোয়ে একসঙ্গে পারফর্ম করেছেন তাঁরা। এমনকি ২০২৩ সালের আগস্ট মাসে নিজের অ্যালবাম প্রকাশ করেন মোহিনী। এও শোনা গিয়েছে, এ আর রহমানের খুব পছন্দের শিল্পী মোহিনী।
আরও পড়ুন: Ankita Mallick: রক্তাক্ত জগদ্ধাত্রী, হাতে সেলাইয়ের নল! কী হল অভিনেত্রীর?
কয়েক ঘণ্টায় দু’জনের ঘোষণা
এ আর রহমান যখন বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন, তার কয়েক ঘণ্টা পরে মোহিনীও লিখলেন, “হৃদয়ে খুব বেদনা নিয়ে জানাচ্ছি, আমি আর মার্ক বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত একেবারেই দু’জনের সিদ্ধান্ত। দু’জনে যদি আলাদা হলে, খুব ভালো বন্ধু থাকবে”। ম্যাকের সঙ্গে তিনি কাজেও যুক্ত থাকবেন। কারণ দুজনে মিলে অনেকগুলো প্রজেক্টে কাজ করছেন। সেটা সফল ভাবে শেষ হবে।
কেন হল রহমানের বিচ্ছেদ?
ওদিকে এখনও পর্যন্ত জানা যায়নি, কেন এ আর রহমান আর সায়রা বানু বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন। বিয়ের এত বছর পর আচমকা বিচ্ছেদের ঘোষণা সত্যিই অবাক করারই মতো। তবে দুজনে একটি যৌথ বিবৃতি শেয়ার করেছেন। যেখানে বলেছেন, তাঁদের দাম্পত্যের ৩০ বছরের প্রচুর প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশাগুলো পূরণ হলো না।