ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সায়রা বানুর (Saira Banu) জটিল অস্ত্রোপচার, আর তার পাশে রয়েছেন এ আর রহমান (AR Rahman) । বিচ্ছেদের (Divorce) পরেও সম্পর্ক অটুট রয়েছে। অপরদিকে কৃতজ্ঞতায় গদগদ সায়রা বানু । বিচ্ছেদ মানেই যে তিক্ততা নয়, তা প্রমাণ করে দিলেন রহমান এবং সায়রা বানু।
রহমানের পাশে সায়রা বানু (Saira Banu)
একসঙ্গে দুজনে ২৯ বছর সংসার করেছেন। ডিভোর্স ঘোষণার পর যখন অনেকেই কটু কথা বলছিলেন, তখন রহমানের পাশে দাঁড়িয়ে ছিলেন সায়রা বানু (Saira Banu)। আর এবার প্রাক্তন স্ত্রীর কঠিন সময়ে পাশে থাকতে দেখা গেল সঙ্গীত শিল্পীকেও। এই তো মাস তিনেক অনেক আগের কথা। সোশ্যাল মিডিয়ায় ডিভোর্সের ঘোষণা করেছিলেন অস্কারজয়ী সুরকার রহমান, ঠিক তার কয়েক ঘণ্টা পরেই রহমানের সহশিল্পী মোহিনী দেও বিচ্ছেদ ঘোষণা করেন। দুই ঘটনার যোগ সূত্র জুড়ে দিয়ে নানান জল্পনা রটে যায় নেটপাড়ায়। তখন সায়রা বানু সবাইকে অনুরোধ করেছিলেন, যাতে রহমানের নামে কোনও খারাপ কথা কেউ না বলেন। বারংবার সায়রা বানু এ আর রহমানের নামে সমালোচনার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছেন।
রহমানকে সেরার সেরা তকমা (Saira Banu)
প্রায় তিন দশক সংসার করার পর সেই সংসার ভেঙেছে। অথচ কেন সংসার ভাঙল, কেনই বা তাঁরা বিচ্ছেদের দিকে এগোলেন, এ প্রসঙ্গে এখনও পর্যন্ত সায়রা বানু কিছু বলেননি। বরং বারংবার এ আর রহমানকে সেরার সেরা তকমা দিয়ে এসেছেন।
আরও পড়ুন: Salman Khan: শেষে কিনা জ্যাকলিনকে নকল ! সলমনের কাণ্ডে ছি ছি নেটপাড়ায়
সুস্থ আছেন সায়রা বানু
সায়রা বানু কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন। যখন বিচ্ছেদের চর্চায় গোটা বলিউড তোলপাড়, তখন তিনি জানিয়েছিলেন, চেন্নাইতে নেই। তবে এ আর রহমানকে কটুক্তি না করার অনুরোধ করেছিলেন। শোনা যাচ্ছে, অসুস্থতা বাড়ায় বাড়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি অস্ত্রোপচারও করতে হয়েছে। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, তিনি সুস্থ আছেন। সায়রা বানুর শারীরিক অসুস্থতায় চিন্তিত ছিল নেটিজেনরা। তিনি আরোগ্য কামনার জন্য নেটিজেনদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি মানসিক ভাবে তাঁর পাশে থাকার জন্য বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন রহমানকে।
আরও পড়ুন: Kriti Sanon: পাত্র রেডি, কিন্তু বিয়ে করতে পারবেন না কৃতি স্যানন! তুঙ্গে জল্পনা
বিচ্ছেদের পরেও সুন্দর বন্ধুত্ব
টানা তিন দশকের সংসার, সেই সম্পর্ক ভাঙার পরেও, কিন্তু একে অপরের প্রতি সম্মান রেখে চলছেন এই প্রাক্তন যুগল। এখন সাংসারিক সম্পর্ক না থাকলেও, দুজনের মধ্যে যে ভালো বন্ধুত্ব রয়েছে তা স্পষ্ট। একে অপরের বিপদে পাশে দাঁড়াতে তাঁরা ভুলছেন না। যে বিষয়টা ভালো লাগছে সঙ্গীত শিল্পীর অনুরাগীদের। অনেকে প্রশংসাও করছেন।