Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তিন তলা ভবনের ছাদ থেকে ঝাঁপিয়ে (Aratrika Maity) পড়ার দৃশ্য, শুনলেই শরীর শিউরে ওঠে! এমন একটি স্টান্ট করতে গিয়ে প্রথম ভয় পেয়ে গিয়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ আরাত্রিকা মাইতি। তবে শেষমেষ ভয়কে জয় করে সফল ভাবে দৃশ্যটি শুট করেছেন। কেমন অভিজ্ঞতা হল অভিনেত্রীর? কী বললেন তিনি ?
কী বললেন অভিনেত্রী? (Aratrika Maity)
বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ারভাঁটা’তে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। ধারাবাহিকে দুই বোনের গল্প রয়েছে। দুই বোনের চরিত্রে রয়েছেন আরাত্রিকা মাইতি (Aratrika Maity) ও শ্রুতি দাস (Shruti Das)। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং এর জন্য তিন তলা থেকে ঝাঁপ দেবার প্রয়োজন পড়ে। এই ঘটনার কথাই উল্লেখ করলেন অভিনেত্রী। আরাত্রিকার কথায়, এতগুলো ধারাবাহিক করেছেন, কিন্তু এমন দৃশ্যে আগে কখনও শুটিং করেননি। এই প্রথমবার স্টান্ট করলেন আরাত্রিকা। অভিনেত্রী আগে কখনও নাগর দোলায়ও ওঠেননি, সেখানে তিন তলার উপর থেকে ঝাঁপ, যা ভাবতেই পারেননি তিনি! সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলেন।
টেকনিক্যাল বিষয় (Aratrika Maity)
এই ধরনের শুটিং দৃশ্য শুধু সাহস নয় (Aratrika Maity), বরং বেশ কিছু টেকনিক্যাল দিক সামলে চলতে হয়। অভিনয় শিল্পীদের নিরাপত্তার কথা মাথায় রেখে,হার্নেস বা নিরাপত্তা বেল্ট ব্যবহার করা হয় শুটিংয়ের সময়। অভিনেত্রী আরাত্রিকার ( Aratrika) মতে, শ্রুতি একটু ভয় পেয়েছিলেন এই দৃশ্যে শুটিং করার সময়। কিছুটা নার্ভাস ছিলেন শ্রুতিও। কারণ শ্রুতির হার্নেসটা একটু নড়ছিল।
কেমন হল অভিজ্ঞতা ?
এমন একটি দৃশ্যে শুটিং করার অভিজ্ঞতা আরাত্রিকার (Aratrika) কাছে ছিল একেবারে নতুন ও রোমাঞ্চকর। যদিও অভিনেত্রীর ভয়টা এখন আর নেই । যেখান থেকে বলা হবে , সেখান থেকে লাফাতে পারবেন। একদিকে কলেজের পড়াশোনা, অন্যদিকে শুটিংয়ের ব্যস্ত শিডিউল, দুটোই দক্ষতার সাথে সামনে চলেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। তিনি কলকাতার একটি কলেজে ইংরেজি সাহিত্যের স্নাতকের ছাত্রী। তাঁর পরীক্ষা চলছে। সকালে কলেজ করে তারপর সোজা চলে যেতে হয় শুটিং ফ্লোরে । পড়াশুনা আর কাজ একসাথে চালিয়ে যাওয়াটা ,একটা চ্যালেঞ্জিংও বটে। অভিনয়, অভিনেত্রীর ভালোবাসার জায়গা। তবে পড়াশুনা ও অভিনয় দুটোই সমান তালে এগিয়ে নিয়ে চলেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: Mamata Banerjee: আপাতত রাজ্যে ফিরছেন না মুখ্যমন্ত্রী, নেপালের অস্থির পরিস্থিতিতে সিদ্ধান্ত বদল মমতার
পেশাদারিত্ব মনোভাব
আরাত্রিকার এই সাহসিকতা ও পেশাদার মনোভাব প্রশংসা কুড়িয়েছে সহ অভিনেতা ও ইউনিট সদস্যদের কাছে। টেলিভিশন দর্শকরা তাঁর অভিনয় ও বাস্তব সাহসিকতায় মুগ্ধ। অনুরাগীদের মতে, আরাত্রিকার এমন পেশাদারিত্ব মনোভাব নিঃসন্দেহে আগামী দিনে আরও উঁচুতে নিয়ে যাবে।