ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সলমন খানের (Arbaaz Khan) পরিবারে আসতে চলেছে নাকি সুখবর। জোর গুঞ্জন বলিউডের অন্দরে। দ্বিতীয় বার নাকি বাবা হতে চলেছেন মালাইকা অরোরার (Malaika Arora) প্রাক্তন স্বামী আরবাজ খান (Arbaaz Khan)। প্রকাশ্যে এল তাঁর স্ত্রীর বেবি বাম্প। সত্যি কি তাই? যা রটছে, তা কি আদৌ ঘটছে?
দ্বিতীয়বার বাবা হচ্ছেন আরবাজ! (Arbaaz Khan)
সময়টা তখন ২০০২ (Arbaaz Khan) সাল। মালাইকা আরোরার সঙ্গে আরবাজ খানের (Arbaaz Khan) সুখের সংসার। ঘর আলো করে আসে ছেলে আরহান খান (Arhaan Khan)। এখন ছেলের বয়স প্রায় ২২ বছর। বিনোদন দুনিয়ায় এখনও সে এন্ট্রি নেয়নি। তবে তার পডকাস্ট চ্যানেল রয়েছে। ২০১৭ সালে দেখেছেন, বাবা মায়ের বিচ্ছেদ। তারপর আরবাজ খান বিয়ে করেন রূপটান শিল্পী সুরা খানকে (Sshura Khan)। অপরদিকে মালাইকা সম্পর্কে ছিলেন অর্জুন কাপুরের সঙ্গে। যদিও কিছু মাস আগে মালাইকা এবং অর্জুনের বিচ্ছেদ ঘটেছে। আরবাজ খানের বিয়ের বয়স এখনও দেড় বছর হয়নি। শোনা যাচ্ছে, দ্বিতীয়বার বাবা হতে চলেছেন তিনি। বর্তমানে আরবাজের বয়স প্রায় ৫৮ বছর।
জল্পনার সুত্রপাত (Arbaaz Khan)
জল্পনার সূত্রপাত হয়েছে, সম্প্রতি একটি ভিডিও থেকে। যেখানে অভিনেতা-প্রযোজক আরবাজ খানকে দেখা যায় স্ত্রী সুরার হাত ধরে একটি ডাক্তারের ক্লিনিক থেকে বেরিয়ে আসছেন। তারপর থেকেই বলিপাড়ার অন্দরে ওঠে নানান প্রশ্ন। অনেকেই বলতে থাকেন, সলমন খানের পরিবারে আসছে নতুন সদস্য।

প্রকাশ্যে বেবি বাম্প!
এই দিন আরবাজ এবং সুরা, দু’জনের পরনেই ছিল সাদা পোশাক। আরবাজের হাত ধরে পিছন পিছন হাঁটছিলেন সুরা। তাঁর পরনের পোশাক ছিল ঢিলেঢালা। নেটপাড়ার অনেকের দাবি, ভিডিওতে স্পষ্ট সুরার বেবি বাম্প। শুধু তাই নয়, ছবি শিকারীদের ক্যামেরা দেখে কিছুটা এড়িয়ে গিয়েছেন এই জনপ্রিয় জুটি। তারপরেই প্রশ্ন ওঠে, তাহলে কি এখনই সুখবর সবার সঙ্গে প্রকাশ্যে আনতে চাইছেন না? যদিও আরবাজ এবং সুরার বাবা-মা হওয়ার জল্পনা এই প্রথম নয়। ২০২৩ এর ডিসেম্বরে মাসে তাদের বিয়ের পর থেকেই একাধিকবার শোনা গিয়েছে, তারা মা-বাবা হতে চলেছেন। যদিও জল্পনা যা রটেছে তা সত্যি হয়নি। তবে এবারের বিষয়টা যেন কিছুটা সিরিয়াস।
মালাইকার সাথে ১৯ বছরের সম্পর্ক
প্রসঙ্গত, মালাইকার সঙ্গে আরবাজের বৈবাহিক সম্পর্ক ছিল প্রায় ১৯ বছরের। বিচ্ছেদ হলেও ছেলে আরহানের সঙ্গে আরবাজের বেশ ভালো সম্পর্ক। তাছাড়া মালাইকার সঙ্গেও আরবাজের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বহুবার ছেলে আরহানের সঙ্গে দু’জনকে এক ফ্রেমে দেখা গিয়েছে।
আরও পড়ুন: Sudeshna Roy: কাজে বাধা, মানসিক ভাবে ভেঙে পড়েছেন সুদেষ্ণা! নেপথ্যে কি পুরনো দ্বন্দ্ব?
জল্পনা কি সত্যি?
সম্পর্ক নিয়ে যে আরবাজ যে খুব একটা আড়াল করেন না, তার প্রমাণ আগেও মিলেছে। সুরাকে বিয়ের আগে শুধুমাত্র বাবা সেলিম খানের কাছে গিয়ে বলেছিলেন, যে তিনি বিয়ে করছেন। পরিবারের তরফে সঙ্গে সঙ্গে সম্মতি মেলে। এখন সত্যিই আরবাজ দ্বিতীয় বার বাবা হচ্ছেন কিনা, বিষয়টা শুধু জল্পনা মাত্র। কারণ এই বিষয়ে আরবাজ এবং সুরা খান কোনও মন্তব্য করেননি। জল্পনা সত্যি কিনা, সেই উত্তর এখন সময়ের গর্ভে।