Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলার গায়ক এখন বিশ্ব সেরা শিল্পী। অরিজিৎ সিংকে (Arijit Singh) এখন অনেকেই বিশ্বসেরা শিল্পী হিসাবে মনে করছেন। কারণ সঙ্গীত স্ট্রিমিং প্ল্যাটফর্মে তিনি এখন এগিয়ে। তাবড় তাবড় সঙ্গীত শিল্পীদেরকে পিছনে ফেলে এগিয়ে চলেছেন অরিজিৎ সিং (Arijit Singh)। কী কারণে এমনটা মনে করা হচ্ছে?
ফলোয়ার সংখ্যা (Arijit Singh)
বিশ্বসেরা সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর গান সকলের মন ছুঁয়ে যায়, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে বহু সঙ্গীত প্রেমিরা মনে করছেন, তিনি সঙ্গীত স্ট্রিমিং প্ল্যাটফর্মে সবচেয়ে এগিয়ে রয়েছেন। এই প্ল্যাটফর্মে তাঁর ফলোয়ার সংখ্যা প্রচুর। অরিজিৎ সিং (Arijit Singh) এর ফলোয়ার সংখ্যা ১৫১মিলিয়ন, এড শিরিনের (Ed Sheeran) ফলোয়ার সংখ্যা ১২১ মিলিয়ন, টেলর সুইফট (Taylor Swift) ১৩৯ মিলিয়ন, বিলি আইলিশের ( Billie Eilish) ১১৪ মিলিয়ন, আরিয়ান গ্রান্দে (Ariana Grande) ১০৫.৮ মিলিয়ন, এমিনেম (Eminem) ১০১.৭ মিলিয়ন, বিটিএস (BTS) প্রায় ৮০ মিলিয়ন। স্পটিফাই ভারতে এসেছে ২০১৯ সালে। তারই মধ্যে এশিয়া থেকে অরিজিৎ (Arijit Singh) যেভাবে শীর্ষের তালিকায় উঠে এসেছে, তাতে তাঁকে বিশ্বসেরা সঙ্গীত শিল্পী বলাটা ভুল হবে না।
সঙ্গীত স্ট্রিমিং পরিষেবা (Arijit Singh)
সঙ্গীত স্ট্রিমিং প্ল্যাটফর্মে অরিজিৎ সিং এখন বিশ্বের সেরা শিল্পী। ২০২৫ সালে ১জুলাই পর্যন্ত স্পটিফাইয়ে তাঁর ফলোয়ার সংখ্যা সবচেয়ে বেশি। স্পটিফাই হল এক ধরনের ডিজিটাল পরিষেবা। যা ব্যবহারকারীদের গান ডাউনলোড না করে ইন্টারনেটে গান শুনতে দেয়। এই প্লাটফর্ম গুলিতে সাধারণত একটি বিশাল সঙ্গীত লাইব্রেরী থাকে। ব্যবহারকারীরা এই গানগুলি তাদের কম্পিউটার বা মোবাইল ডিভাইসের স্ট্রিম করতে পারে। এই প্ল্যাটফর্ম গুলি ব্যবহার করার জন্য সাধারণত একটি সাবস্ক্রিপশন বা অর্থ প্রদানে প্রয়োজন হয়। তবে কিছু প্ল্যাটফর্ম বিনামূল্যে গান শোনার সুযোগ দেয়। তেমনি স্পটিফাইও একটি সঙ্গীত স্ট্রিমিং পরিষেবা।
আরও পড়ুন: Diljit Dosanjh: পাক নায়িকাকে নিয়ে কাজ, নিষেধাজ্ঞা উঠল দিলজিতের উপর থেকে!
‘ধূমকেতু’ তে গাওয়া গান
মাত্র ৬ বছরের মধ্যে যেভাবে অরিজিৎ সিং সঙ্গীত স্ট্রিমিং পরিষেবাতে শীর্ষ স্থান দখল করে নিয়েছে, তাতে তাঁকে নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। দেব- শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ তে তিনি গান গেয়েছেন। এই ছবি মুক্তি পেতে চলেছে ১৪ আগস্ট। শ্রেয়া ঘোষালের সাথেও তিনি ডুয়েট গেয়েছেন। যা মুক্তি পাবে ৭ জুলাই।
আরও পড়ুন: Jeetu Kamal: নতুন কেসে জিতু কমল, হাজির লালবাজার থানায় !
সর্বাধিক স্ট্রিমিং হওয়া গান
সবশেষে বলা যায়, বাংলার গায়ক অরিজিৎ সিং(Arijit Singh), যিনি প্রতিটি মানুষের মনে জায়গা দখল করে নিয়েছে তাঁর গানের মধ্যে দিয়ে। তাঁর সাফল্য সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। বছরে সর্বাধিক স্ট্রিমিং হওয়া তাঁর গান গুলোর মধ্যে রয়েছে কেশরিয়া, ধুন, তুম কেয়া মিলে, জানে তু ছাড়াও প্রচুর গান।