ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্দান্ত যুগল বন্দীতে খুব শীঘ্রই দেখা যাবে ভারতীয় সঙ্গীত সেনসেশন অরিজিৎ সিং (Arijit Singh) এবং বিশ্ব বিখ্যাত ডিজে মার্টিন গ্যারিক্সকে (Martin Garrix)। জিয়াগঞ্জের বাড়িতেই বসল সুরের আসর (Arijit Singh-Martin Garrix)। যেখানে মহামিলন ঘটল সুরের রাজা এবং বিটের জাদুকরের। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঝড় তুলেছে অরিজিৎ এবং গ্যারিক্সের সেই যুগলবন্দী।
অরিজিতকে জড়িয়ে ধরলেন গ্যারিক্স (Arijit Singh-Martin Garrix)
এখন নেটপাড়ায় ঘুরছে একটি ভিডিও (Arijit Singh-Martin Garrix)। যে ভিডিওতে সঙ্গীত প্রেমীরা উজাড় করে ভালোবাসা জানাচ্ছেন । সবাই ইতিবাচক মন্তব্য করছেন। অনেকেই বলছেন, অপেক্ষার অবসান হল। ভিডিও শুরুতেই দেখা যায় ডিজে মার্টিন গ্যারিক্স বেশ উচ্চস্বরে বলেন ” চলো শুরু করি”। তারপর অরিজিতকে জড়িয়ে ধরেন। এই সমস্ত কর্মকাণ্ড হয়েছে অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে। ভারতীয় সঙ্গীত স্টারের বাড়ির স্টুডিওতে দুজনে একসঙ্গে বসে গান রেকর্ডিং করলেন । দু’জন দু’জনের গুণে রীতিমত মুগ্ধ। রেকর্ডিংয়ে মগ্ন ছিলেন দুজনেই। ইতিমধ্যেই ভিডিওটি শেয়ার করেছেন মার্টিন গ্যারিক্স। লিখেছেন “এঞ্জেলস ফর ইচ আদার @arijitsingh এর সঙ্গে শীঘ্রই আপনাদের জন্য আসছে”।
অনুরাগীদের ভালোবাসা (Arijit Singh-Martin Garrix)
স্বাভাবিক ভাবেই এই যুগল বন্দী (Arijit Singh-Martin Garrix) যে নতুন কিছু করতে চলেছে এবং সেটা একেবারেই ব্যতিক্রমী ঘরানার, তা বলার অপেক্ষা রাখে না। অনুরাগীরা কমেন্টে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। এক ভক্ত তো লিখেই ফেলেছেন, ” এই গানটি ইন্টারনেট ভাঙতে চলেছে”। আরেক জনের বক্তব্য , এটি শোনার জন্য তিনি অপেক্ষায় আছেন। আবার এক জন লিখেছেন “এটা পাগলামি”। আর এক ভক্তের মতে “এই গান হতে চলেছে দুই কিংবদন্তির এক যোগ”।
আরও পড়ুন: Dance Bangla Dance: ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ওপেনিংয়ে একাধিক চমক, মঞ্চে বড় ধামাকা
ভারতের মাটিতে গ্যারিক্স
গ্যারিক্সের সাথে অরিজিৎ এক সঙ্গে কাজ করতে চলেছেন, সেই আভাস পাওয়া গিয়েছে বহুদিন আগেই। যখন তিনি অরিজিতের সঙ্গে একটু ছবি শেয়ার করেন । যেখানে দেখা যায়, দুজনে একে অপরের সঙ্গে কথোপকথনে মগ্ন। প্রসঙ্গত, ২০১২ সালে সঙ্গীত জগতে আত্মপ্রকাশের পর থেকে মার্টিন গ্যারিক্স “অ্যানিমালস”, “ইন দ্য নেম অফ লাভ”, “সামার ডেজ” এবং “স্কেয়ার্ড টু বি লোনলি”র মতো হিট গানের জন্য বিশেষ ভাবে পরিচিত। ২০২৩ সালে বেঙ্গালুরু থেকে শুরু হওয়া ভারত সফরের পর এদেশে তাঁর অনুরাগী সংখ্যা কম নয়।
আরও পড়ুন: Jacqueline Fernandez: নারী দিবসে বাংলা গানে জ্যাকলিন, আপ্লুত হয়ে কী বললেন তিনি?
অভিনব উপহার
অপরদিকে যদি অরিজিৎ সিংয়ের কথা বলা হয়, তিনি ভারতের অন্যতম জনপ্রিয় একজন গায়ক। যাঁর গান বারংবার শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। অরিজিৎ আর গ্যারিক্স যখন একত্রে কাজ করছেন, সেটা যে অভিনব উপহার হতে চলেছে, তা বলাই বাহুল্য।