ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতি নিয়ে অর্জুন সিংহকে তলব সিআইডির। আজ হাজিরা দিতে বলা হয়েছে অর্জুনকে (Arjun Singh)। ভবানীভবনে পৌঁছে হাজিরা দেওয়ার আগেই বিস্ফোরক অর্জুন সিং। অর্জুনের দাবি, “তৃণমূলের বিরোধিতা করলেই টার্গেট করা হচ্ছে।” এর পরই খুনের ষড়যন্ত্রের অভিযোগ করলেন তিনি। রাশিয়া থেকে একটি রাসায়নিক বিষ জাতীয় জিনিস দিয়ে মারার চক্রান্ত করা হচ্ছে, বলে শাসক দলকে নিশানা করেছেন বিজেপি নেতা অর্জুন সিং।
ভাটপাড়া পুরসভায় আর্থিক তছরুপের অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিংকে আগেই নোটিস দিয়েছিল সিআইডি। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু হাইকোর্টও তাকে সিআইডির মুখোমুখি হওয়ার নির্দেশ দেয়। বৃহস্পতিবার সকাল ১১ টার মধ্যে অর্জুন সিংকে (Arjun Singh) ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল সিআইডি। হাজিরা দেওয়ার আগেই বিস্ফোরক দাবি করলেন তিনি।
আরও পড়ুন: মহিলা স্বনির্ভর গোষ্ঠীতে বিশ্বসেরা বাংলা, পাহাড়ের উন্নয়নে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মমতা
আরও পড়ুন: পাহাড়ে ভাঙল জনজাতিদের নিয়ে গঠিত সব বোর্ড, অনিত থাপাকেই নতুন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব
ঠিক কী বলেছেন অর্জুন সিং (Arjun Singh)
তিনি বলেন, “অর্জুন সিং (Arjun Singh), শুভেন্দু অধিকারীর মতো আরও চারজন বিজেপি নেতাকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। রাশিয়া থেকে একটি রাসায়নিক কেমিক্যাল জাতীয় জিনিস দিয়ে আমাদের মারার চক্রান্ত করা হচ্ছে। আজ সিআইডির মুখোমুখি হচ্ছি। যদি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে আমার মাল্টি অর্গান ফেলিওর হয় তাহলে তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের।”
তাঁর দাবি, একটা মিথ্যা মামলায় তাঁকে হেনস্থা করা হচ্ছে। যেহেতু শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তাঁর মতো নেতা সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তা বলয়ে থাকেন, তাই মাঠে-ময়দানে কিছু করা যাচ্ছে না। তিনি বলেন, “আমাকে বা শুভেন্দু অধিকারীর মতো নেতাদের প্রকাশ্যে কিছু করতে পারছেন না। তাই রাশিয়া থেকে কেমিক্যাল আনানো হয়েছে। সিআইডি (CID) বা অন্য কোনও এজেন্সি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়ে সেই বিষ যদি চেয়ারের আশেপাশেও স্প্রে করে দেয় তবে সঙ্গে সঙ্গে কিছু হবে না, কিন্তু তিন থেকে ছ’মাস পরে মাল্টি অর্গান ফেলিওর হতে পারে। এভাবেই আমাদের মারার চক্রান্ত করেছে রাজ্য। “