Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার ঘরের মাঠে ইপ্সউইচের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো আর্সেনাল (Arsenal)। মিকেল আর্তেতার দলের পয়েন্ট এখন শীর্ষে থাকা লিভারপুলের থেকে ছয় পয়েন্ট কম। লিভারপুলের হাতে একটি ম্যাচ বেশি রয়েছে।
ইপ্সউইচ টেবিলের নিচে (Arsenal)
ইপ্সউইচ, যারা প্রিমিয়ার লিগ টেবিলের নীচের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে, গত তিনটি অ্যাওয়ে ম্যাচের মধ্যে দুটি জিতেছিল। তবে এমিরেটসে শুরু থেকেই আর্সেনালের (Arsenal) আধিপত্য ছিল স্পষ্ট।
প্রথমার্ধের খেলা (Arsenal)
প্রথমার্ধে ইপ্সউইচ আর্সেনালের (Arsenal) পেনাল্টি বক্সে একবারও বল ছুঁতে পারেনি। বিরতির পরে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, মাঝমাঠে ডেক্লান রাইসের দারুণ নেতৃত্বে আর্সেনাল পুরো খেলায় আধিপত্য বজায় রাখে।
আরও পড়ুন: Rishab Pant: মেলবোর্ন টেস্টে ঋষভ পন্থ “খারাপ” শটে আউট! তীব্র সমালোচনা সুনীল গাভাস্কারের
গোল
খেলার প্রথমার্ধে লিয়ান্দ্রো ট্রসার্ডের ক্রস থেকে একমাত্র গোলটি করেন কাই হ্যাভার্টজ। গোল ছাড়াও হ্যাভার্টজ, রাইস, মাইকেল মেরিনো, মার্টিন ওডেগার্ড এবং গ্যাব্রিয়েল জেসুসের কাছে একাধিক সুযোগ এসেছিল, কিন্তু কেউই স্কোর বাড়াতে পারেননি।
কী বললেন হ্যাভার্টজ?
ম্যাচ শেষে হ্যাভার্টজ বলেন, “খুব কঠিন ম্যাচ ছিল। প্রতিটি দলই প্রতিরোধ গড়ে তোলে। তারা একে অপরের জন্য লড়াই করে। এই জয়ে আমরা গর্বিত।”
পয়েন্ট
এই জয়ের ফলে আর্সেনাল তৃতীয় স্থানে থাকা চেলসির থেকে এক পয়েন্ট এগিয়ে এবং চতুর্থ স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্টের থেকে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে।
অন্য খেলা
ব্রাইটন ও ব্রেন্টফোর্ডের ড্র। ছন্দে ফিরতে ব্যর্থ সাউথ কোস্ট ক্লাব। সাউথ কোস্টের ক্লাব ব্রাইটন নিজেদের মাঠে ব্রেন্টফোর্ডের সঙ্গে ০-০ গোলে ড্র করে প্রিমিয়ার লিগে টানা ছয় ম্যাচ জয়ের মুখ দেখতে ব্যর্থ।
সুযোগ পেয়েও নষ্ট
ব্রাইটনের প্যারাগুয়ের স্ট্রাইকার জুলিও এনসিসো একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেননি। এই ড্রয়ের ফলে বাড়তি হতাশা যুক্ত হয়েছে তাদের শিবিরে।
অন্যদিকে, ব্রেন্টফোর্ড এবং সাউথহ্যাম্পটন প্রিমিয়ার লিগে সবচেয়ে খারাপ অ্যাওয়ে রেকর্ডধারী দলগুলির মধ্যে অন্যতম। ব্রেন্টফোর্ড এই ম্যাচেও হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছে।
গোল বাতিল
খেলার শুরুতে ইয়োনে উইসার একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। প্রথমার্ধে মার্ক ফ্লেকেন চোট পেয়ে মাঠ ছাড়ার পর আইসল্যান্ডের গোলরক্ষক হাকন ভালডিমারসন ব্রেন্টফোর্ডের আক্রমণ প্রতিরোধ করেন।
ব্রাইটনের জন্য একমাত্র ইতিবাচক দিক ছিল উইঙ্গার সলি মার্চের মাঠে ফেরা। ১৪ মাস আগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হাঁটুতে চোট পাওয়ার পর এই ম্যাচে তিনি বদলি হিসেবে খেলেন।
টেবিল কী বলছে
এই ড্রয়ের ফলে ব্রাইটন ২৬ পয়েন্ট নিয়ে ১০তম স্থানে এবং ব্রেন্টফোর্ড ২৪ পয়েন্ট নিয়ে তাদের পিছনে ১১তম স্থানে রয়েছে।