ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেবের (Dev) খাদান (Khadaan) এখন টলিউডের (Tollywood) হিট মেশিন। আর সেটা দেখেই ভরসা পাচ্ছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। মনে সাহস পাচ্ছেন। নতুন করে ছবি করার। তবে যেমন তেমন ছবি নয়। অভিনেতা সোহম আবার ফিরতে চাইছেন মেইন স্ট্রিম ছবিতে। তাঁকে আবার দেখা যাবে পুরনো ফর্মে। ছবিতে নাচতে চান। সে রকমই একটা ঝলক আসছে ২০২৫ এ। নতুন কোনও ছবিতে তাঁকে দেখা যাবে? নাকি ইতিমধ্যেই যে ছবিগুলোর শুটিং চলছে, সেই ছবি মুক্তি পেতে চলেছে ২০২৫ এ? এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
হাইলাইটেড সোহমের দুটি ছবি (Soham Chakraborty)
চলতি বছরে বাংলা ফিল্মি দুনিয়ায়, সোহমের (Soham Chakraborty) দুটি ছবির কথা ভীষণ ভাবে হাইলাইটেড হয়। শোনা গিয়েছিল, তাঁর নতুন ছবি ‘সে তো আজও বোঝেনা’ ছবির কাজ চলছে। যেখানে তিনি জুটি বেঁধেছেন প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। এছাড়াও শোনা গিয়েছিল, ইধিকা পালের সঙ্গে তিনি বহুরূপ ছবি করছেন। তবে এই ছবিটি সম্পর্কে খুব একটা বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রিয়াঙ্কার সঙ্গে জুটি (Soham Chakraborty)
‘সে তো আজও বোঝে না’ ছবিটির পরিচালনায় রয়েছেন রণ রাজ। যেখানে ফুটে উঠবে প্রেম এবং বাস্তব জীবন যাত্রার একটি গল্প। এছাড়াও সিনেমাটির বাড়তি আকর্ষণ জিৎ গঙ্গোপাধ্যায়ের গান। এই ছবিতে মৈনাকের চরিত্র দেখতে পাবেন সোহম চক্রবর্তীকে (Soham Chakraborty)। অপরদিকে মেঘলা চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। কলকাতায় ইতিমধ্যেই এই ছবিটির বহু অংশের শুটিং হয়ে গিয়েছে। শুটিং এখনো চলছে। নতুন বছর বড় পর্দায় ছবিটি মুক্তি পেতে পারে।
আরও পড়ুন: Hrithik Roshan: বিচ্ছেদের পরেও হৃতিকের প্রতি টান! নতুন করে ঘর বাঁধছেন সুজান
ইধিকার সঙ্গে জুটি
অপরদিকে যদি বহুরূপের কথা বলেন, অভিনেতার জীবনে ভাঙা গড়ার খেলা তো আর নতুন নয়। চরিত্রের কারণে মাঝেমধ্যেই নিজেদের ভুলে যেতে হয়। তেমনি এক অভিনেতার গল্প শোনাবেন সোহম। যেখানে সোহমের মধ্যে দেখা যেতে পারে, সাত জন অভিনেতাকে। সোজা কথায় , বহুরূপ এক অভিনেতার গল্প। তাই আগামী বছর এই দুই ছবির মধ্যে একটি ছবি মুক্তি পাওয়ার সম্ভবনা রয়েছে। তবে চূড়ান্ত খবর কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Bhaggyolokkhi: স্যুটকেস ভর্তি টাকা পেলেন সোলাঙ্কি, সামনে বিপদ! নতুন গল্পে ‘ ভাগ্যলক্ষী’
সোহমকে ভাবাচ্ছে খাদান
এটা ঠিক যে, দেবের খাদান দেখে সোহম এখন ভীষণ এক্সাইটেড। পুরোদমে কমার্শিয়াল ছবিতে নিজেকে দেখতে চাইছেন। খাদান প্রমাণ করে দিল, বাংলা সিনে দুনিয়ায় কমার্শিয়াল মুভির জায়গাটা এখনও পাকা। এখনও দর্শকের মধ্যে সেই চাহিদাটা রয়েছে। খাদানের সাফল্য দেখে, তাই সোহম চাইছেন তিনিও পর্দা এভাবেই নাচবেন। দর্শকদের মন জয় করবেন। বিগত বেশ কয়েক বছর ধরে টলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেভাবে পুরোদমে কমার্শিয়াল ফিল্ম দেখা যায়নি। তবে কমার্শিয়াল ফিল্ম নিয়ে দর্শকের মনে আগের উচ্ছ্বাস অটুট রয়েছে। তা প্রমাণ করে দিল খাদানের সাফল্য।