ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেশ কয়েকদিন ধরে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) রাজ্যসভার নির্বাচনে লড়াই করার জল্পনা শোনা যাচ্ছিল। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন আম জনতা পার্টির মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর।
সাফ জানালেন প্রিয়াঙ্কা (Arvind Kejriwal)
তিনি বলেন, “অরবিন্দ কেজরিওয়াল রাজ্যসভায় (Arvind Kejriwal) যাচ্ছেন না। অরবিন্দ কেজরিওয়ালের কথা প্রসঙ্গে বলতে গেলে, সংবাদমাধ্যমের সূত্রগুলো মারফত আগে খবর পাওয়া গেছিলো যে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন।
“এখন সংবাদমাধ্যম মারফত জানা যাচ্ছে যে তিনি রাজ্যসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই দুটি খবরই একেবারেই ভুল। অরবিন্দ কেজরিওয়াল আপের জাতীয় আহ্বায়ক। আমি একমত যে জনগণের কাছে তার চাহিদা অনেক বেশি, কিন্তু তিনি নির্দিষ্ট কোনও একটি আসনের জন্য সীমাবদ্ধ নন।”
আরও পড়ুন: AAP on CAG Report: প্রকাশ্যে আবগারি দুর্নীতির প্রমাণ, হাতেনাতে বুঝিয়ে দিলেন নেত্রী!
কটাক্ষ বিজেপির
বিজেপি বিধায়ক সতীশ উপাধ্যায় বলেছেন, “আপের লোকেরা নিজেদের ডবল স্ট্যান্ডার্ডস দেখিয়ে দিয়েছে। তারা তাদের দুর্নীতি আড়াল করতে এবং সিএজি রিপোর্ট দমন করার জন্য, তারা শহীদ ভগত সিংয়ের নাম বিধানসভার সংসদে অপব্যবহার করেছে। তাদের এই জন্য লজ্জিত হওয়া উচিত।”
