ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোর (Durga Puja) পর থেকে সামাজিক মাধ্যমের (Social Media) পর্দায়, দর্শক সব থেকে বেশি চর্চা করেছেন যে জুটিকে (Arya-Aratrika Friendship) নিয়ে, তারা হলেন আরাত্রিকা মাইতি (Aratrika Maity) ও আর্য্য দাশগুপ্ত (Arya Dasgupta)। টলিপাড়ায় (Tollywood ) কি সত্যিই নতুন প্রেম দানা বেঁধেছে? সত্যি কি এই অভিনেতা অভিনেত্রীর মধ্যে প্রেমের (Love) সম্পর্কে (Relationship) রয়েছে? নাকি শুধুই তারা ভালো বন্ধু? তাদের সম্পর্কটা ঠিক কতটা গভীর? দর্শকের তরফ থেকে এই অভিনেতা অভিনেত্রীর জন্য, এইসব প্রশ্ন বারংবার সামাজিক মাধ্যমে উঠে এসেছে।
কী বললেন আরাত্রিকা? (Arya-Aratrika Friendship)
এই বিষয়ে অভিনেত্রী আরাত্রিকা জানিয়েছিলেন, তারা ভীষণই ভালো বন্ধু (Arya-Aratrika Friendship)। আর তারা এমন বন্ধুই থাকতে চান। আরাত্রিকা আরও জানান, তার পক্ষে প্রেম করা সম্ভব নয়। তিনি নিজের মতন থাকতে ভীষণ পছন্দ করেন। তাই বোধহয় তার জীবনে প্রেম আসে না।
কী বললেন আর্য্য (Arya-Aratrika Friendship)
অভিনেতা আর্য্যকে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তিনি জানান আরাত্রিকা তার ভীষণ ভালো বন্ধু (Arya-Aratrika Friendship)। তারা একসঙ্গে ঘুরে বেড়ান। তারা একসঙ্গে ভালো সময় কাটান। এছাড়াও তাদের পরিবারও একসঙ্গে সময় কাটাতে ভীষণই পছন্দ করে। দুর্গাপুজোর ছুটিতে দেখা গিয়েছিল, এই দুই অভিনেতা অভিনেত্রী নিজেদের পরিবারকে নিয়ে তাজপুরে ঘুরতে গিয়েছে।
আরও পড়ুন: Shakib-Pori: শাকিব জড়িয়ে ধরে আবেগতাড়িত পরীমণি! নতুন সম্পর্কের ইঙ্গিত?
একসঙ্গে বানান রিল
আরাত্রিকা আর আর্য্যকে একসঙ্গে রিলস বানাতেও দেখা যায়। একে অপরের খারাপ সময় সর্বদা পাশে থাকে। আর্য্য আরও বলেন, তারা দু’জনেই একরকম নিজেদের মধ্যে থাকতে ভীষণই পছন্দ করেন। ঠিক সেই কারণেই, তাদের বন্ধুত্বের সম্পর্কটা টিকে গেছে। আরাত্রিকা অভিনেতা আর্য্যকে সর্বদা সাপোর্ট করেন। নতুন কাজ করার জন্য উৎসাহ দেন।
কাজ নেই বহুদিন
দীর্ঘ নয় মাস কাজ না থাকায়, অবসাদে ভুগছিলেন অভিনেতা আর্য্য দাশগুপ্ত। সেই সময় বহু মানুষ তার জীবন থেকে চলে গিয়েছে। অনেক মানুষের আসল চেহারা তিনি দেখতে পেয়েছেন। ওই খারাপ সময় সর্বদা তার পাশে থেকেছেন অভিনেত্রী আরাত্রিকা। তাকে সর্বদা নতুন কাজ করার জন্য সাহস যুগিয়েছেন অভিনেত্রী। দু’জনের প্রথম আলাপ হয়, একটি ক্রিকেট খেলার অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে ক্রিকেট খেলেছিলেন অভিনেত্রী আরাত্রিকা। এটা ছিল তাদের প্রথম দেখা হওয়া এবং ওই প্রথম দেখা হওয়া থেকেই তাদের মধ্যে হয় আলাপ। সেই আলাপ গিয়ে দাঁড়ায় বন্ধুত্বময় সম্পর্কে।
আরও পড়ুন: Subhadra Mukherjee: বুর্জ খলিফা কিনে ফেললেন টলিপাড়ার এই অভিনেত্রী! হতবাক রচনা
বর্তমান কাজ
বর্তমানে আর্য্য আকাশ আটের সাহিত্যের সেরা সময় ধারাবাহিকের অনুপমার প্রেম গল্পের মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রটি যখন আর্য্য অভিনয়ের করার সুযোগ পান, সবার আগে তিনি আরাত্রিকার সঙ্গেই আলোচনা করেন। আরাত্রিকা তাকে অনেক সাহায্য করেন এই চরিত্রটি ফুটিয়ে তুলতে। এই ধারাবাহিকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এই গল্পটি পড়া ছিল না আর্য্যর। কিন্তু আরাত্রিকার গল্পটি পড়া থাকায়, তিনি চরিত্র সম্পর্কে আর্য্যকে অনেক ভালোভাবে বুঝিয়েছিলেন। আর্য্য জানান, আরাত্রিকা তার জীবনের সব দিক থেকে তাকে সব সময় সাহায্য করে চলেছেন। তিনি তার জীবনে আরাত্রিকাকে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করেন।