ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘পাকিস্তানি সন্ত্রাসবাদী এবং সিরিয়ার আইএসআইএস-র মধ্যে কোনও পার্থক্য নেই।’ বাহরিনে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি(Asaduddin Owaisi)। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং পাকিস্তানের মদতের বিষয়টি গোটা বিশ্বের সামনে উন্মোচিত করতে বিভিন্ন দেশে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।আর সেই লক্ষ্যে রাশিয়া থেকে আরব, কুয়েত থেকে জাপান, একের পর এক দেশে গিয়ে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা তুলে ধরছেন সর্বদলীয় সংসদীয় দলের প্রতিনিধিরা।
সন্ত্রাসের বিরুদ্ধে সরব আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)
বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্যরা গিয়েছেন বাহরিনে (Asaduddin Owaisi)। সেই দলের অন্যতম সদস্য এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘এই জঙ্গি সংগঠনগুলি ভারতে নিরীহ মানুষ হত্যাকে ন্যায্যতা দিয়েছে, তারা কুরআনের আয়াতের প্রেক্ষাপটে উদ্ধৃতি দিয়েছে… আমাদের অবশ্যই এর অবসান ঘটাতে হবে। তারা মানুষ হত্যার জন্য ধর্মকে ব্যবহার করেছে। ইসলাম সন্ত্রাসবাদের নিন্দা করে, কুরআন স্পষ্টভাবে বলে যে একজন নিরীহ মানুষকে হত্যা করা সমগ্র মানবতাকে হত্যা করার সমান।’ তিনি আরও বলেন, ‘আমাদের সরকার আমাদের এখানে পাঠিয়েছে… যাতে বিশ্ব জানতে পারে যে ভারত জঙ্গি হামলায় কী ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ভাগ্যবশত, আমরা অনেক নিরীহ প্রাণ হারিয়েছি। এই সমস্যাটি কেবল পাকিস্তান থেকেই উদ্ভূত। যতক্ষণ না পাকিস্তান এই জঙ্গি গোষ্ঠীগুলিকে সহায়তা এবং পৃষ্ঠপোষকতা বন্ধ করে, ততক্ষণ এই সমস্যা দূর হবে না।’

কেন্দ্রীয় সরকারকে সমর্থন (Asaduddin Owaisi)
আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, ‘আমাদের সরকার প্রতিটি ভারতীয়ের জীবন রক্ষার জন্য সমস্ত পদক্ষেপ নিয়েছে (Asaduddin Owaisi)। এই সরকার স্পষ্ট করে দিয়েছে যে পরের বার যখন তোমরা (পাকিস্তান) এই দুঃসাহসিক কাজ করবে, তখন তাদের প্রত্যাশার চেয়েও বেশি কিছু হবে।’ওয়াইসি উল্লেখ করেছেন যে ভারত উস্কানির মুখে ধারাবাহিকভাবে সর্বোচ্চ সংযম দেখিয়েছে। এই প্রসঙ্গে পহেলগাঁও হামলার কথা তুলে ধরেন তিনি। হায়দরাবাদের সাংসদ বলেছেন, ‘আমরা যে রাজনৈতিক দলেরই হই না কেন, দেশ ঐক্যবদ্ধ রয়েছে। আমি অনুরোধ করছি বাহরাইন সরকার পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স-এর ধূসর তালিকায় ফিরিয়ে আনতে আমাদের সাহায্য করবে। কারণ এই অর্থ সন্ত্রাসীদের সমর্থন করার জন্য ব্যবহার করা হয়েছে।’
আরও পড়ুন- Niti Aayog: জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত
সংসদীয় প্রতিনিধি দল (Asaduddin Owaisi)
বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে প্রতিনিধিদলটিতে রয়েছেন নিশিকান্ত দুবে, বিজেপি সাংসদ, ফাংনন কোনিয়াক, এমপি, বিজেপি, রেখা শর্মা এমপি, এনজেপি, এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি, সতনাম সিং সান্ধু এমপি, গোলাম নবী আজাদ, রাষ্ট্রদূত হর্ষ শ্রিংলা(Asaduddin Owaisi) ।এই প্রতিনিধিদলের লক্ষ্য হল ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার প্রতি ভারতের প্রতিক্রিয়া, সীমান্তবর্তী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বৃহত্তর লড়াই সম্পর্কে আন্তর্জাতিক অংশীদারদের অবহিত করা এবং সৌদি আরব, কুয়েত, বাহরাইন এবং আলজেরিয়ার নেতাদের সঙ্গে মতবিনিময় করা।
আরও পড়ুন- Operation Sindoor: সিঁদুর শুধু অপারেশন নয়, বদলে যাওয়া ভারতের প্রতিচ্ছবিও: প্রধানমন্ত্রী
কড়া বার্তা শ্রীকান্ত শিন্ডের (Asaduddin Owaisi)
শ্রীকান্ত একনাথ শিন্ডের নেতৃত্বে প্রতিনিধিদল রয়েছে আরবে(Asaduddin Owaisi)। দুবাইতে ভাষণ দিতে গিয়ে শিবসেনা সাংসদ বলেন, ‘আমাদের বার্তা খুবই স্পষ্ট যে আমরা সন্ত্রাসবাদ সহ্য করব না। যদি প্রয়োজন হয়, তা হলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেব। সন্ত্রাসবাদ ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, জল ও রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না – এটি একটি যথাযথ বার্তা। যদি তুমি (পাকিস্তান) সন্ত্রাসবাদ বন্ধ করো, তবেই আমরা কথা বলতে পারব। আমরা সেই দেশ যারা সংযমের সঙ্গে প্রতিশোধ নেব।’
