Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপে দলে জায়গা পান নি। দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য থাকার পর অবসরের পথে হাঁটলেন পাকিস্তানের ব্যাটার (Asif Ali)।
অবসর ঘোষণা ব্যাটারের (Asif Ali)
বেশ কিছুদিন আগেই আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। সেখানে দুই অভিজ্ঞ প্লেয়ারকে বাইরে রেখেই মাঠে নামতে চলেছে পাক দল। তারা কাউকে আর বিশেষ সুবিধা দিতে নারাজ। পারফর্মেন্সের কারণে দল থেকে বাদ পড়েছেন দলের দুই অভিজ্ঞ তারকা বাবর আজম, মহম্মদ রিজওয়ান। তাছাড়াও বোর্ডের সাথে চুক্তিতে তাদের অবনমন ও হয়েছে। অনেকের মতে পাকিস্তান বোর্ড এখন অভিজ্ঞতার পাশাপাশি পারফর্মেন্সকেও বেশি গুরুত্ব দিতে চাইছে। যে কারণে আসন্ন কিছু ম্যাচে দেখা যাবে না এই দুই তারকাকে (Asif Ali)।
বহুদিন দলের বাইরে রয়েছেন আরও এক পাক ক্রিকেটার আসিফ আলি। বহুদিন দল থেকে ব্রাত্য এবং এশিয়া দলেও সুযোগ না পাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। তবে তিনি ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন।
মিডল অর্ডারে নেমে আগ্রাসী ইনিংস খেলার জন্য পরিচিত আসিফ আলি। পাকিস্তানের হয়ে তিনি ৫৮টা টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ৫৭৭ রান। আসিফ আলির ব্যাট থেকে সবথেকে গুরুত্বপূর্ণ ইনিংসটি এসেছিল ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। আফগানিস্তানের বিরুদ্ধে ওই ম্যাচে তিনি ৭ বলে ২৫ রান করেছিলেন। তার এই ইনিংসে ভর করেই বিশ্বকাপের খেতাব জেতে পাকিস্তান। তাছাড়াও পাকিস্তানের হয়ে ২১টি ODI ম্যাচ খেলে আসিফ আলির সংগ্রহে রয়েছে ৩৮২ রান।

আরও পড়ুন: Trump Tariff War : শুল্ক যুদ্ধের মধ্যে রাশিয়া চিনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতায় অস্বস্তিতে ট্রাম্প
নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আসিফ আলি জানান ‘আমার কাছে পাকিস্তানের জার্সি পরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা খুবই সম্মানের। ক্রিকেট মাঠে দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে অন্যতম গর্বের বিষয়। শুধু আনন্দের সময়ে নয়, সবচেয়ে খারাপ সময়েও পাশে ছিলেন আমার পরিবার ও বন্ধুরা।’ তিনি তার পাশে থাকা সকল সমর্থক ও পরিবারের সদস্যের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট খেলবেন (Asif Ali)।
এক দিনের ক্রিকেটে আসিফের খাতায় অর্ধশতরান থাকলেও টি-টোয়েন্টিতে একটিও অর্ধশতরান নেই তার ঝুলিতে। পাকিস্তানের হয়ে পাঁচ বছর খেলেছেন তিনি। গড় রানের দিক থেকে পিছিয়ে থাকার কারণেই ২০২৩ সালের পর থেকে আর দলে দেখা যায় নি তাকে। ২০২১ সালের বিশ্বকাপে পাকিস্তান ভারতকে ১০উইকেটে হারায়। সেই সময় পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন বাবর আজম। দলের সতীর্থ ছিলেন আসিফ আলি (Asif Ali)।