ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রস্তাব নিয়ে আলোচনায় শুক্রবারও জমজমাট ছিল রাজ্য বিধানসভা (Assembly session)। বিজেপির তরফে কেন্দ্রীয় প্রকল্পে একাধিক ত্রুটির কথা যেমন উল্লেখ করা হয়, পালটা শাসকদলের তরফে তা খণ্ডনও করা হয়। আলোচনায় অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীও।
কেন্দ্রীয় একাধিক প্রকল্প এই মুহুর্তে বন্ধ রাজ্যে। এই নিয়ে রাজ্যের শাসকদল বারবারই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেছেন। পাল্টা বিজেপির (BJP) তরফে প্রকল্পগুলিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রস্তাব আনে রাজ্যের শাসকদল (TMC)। আর সেই প্রস্তাবের ওপর আলোচনায় জমজমাট হয়ে ওঠে বিধানসভা (Assembly session)। শাসক বিরোধী মিলিয়ে মোট ৯ জন অংশ নেন। জবাব দেন পঞ্চায়েত মন্ত্রী। আলোচনায় অংশ নিয়ে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি প্রকল্পগুলিকে দুর্নীতি মুক্ত করার প্রস্তাবও দেন তিনি।
আরও পড়ুন: Mamata Banerjee News: ওয়াকফ বিলের বিরোধিতায় মুখ্যমন্ত্রী, কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা
আরও পড়ুন: Daughter commits suicide: মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক! হীনমন্যতায় আত্মহত্যা একমাত্র মেয়ের
পাল্টা জবার দেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারও। বিজেপিকে (BJP) পালটা নিশানা করেন পঞ্চায়েত মন্ত্রী। বলেন, ভুল প্রচার, যার সঙ্গে বাস্তবের মিল নেই। একুশের ভোটে ক্ষমতা দখলের স্বপ্ন পূরণ না হওয়ায় বাংলার গরিব মানুষজনের পেটে লাথি মারছে কেন্দ্রের সরকার। মানুষকে নিয়ে বিজেপির এই ছিনিমিনি খেলা মেনে নেবে না বাংলার মানুষ।
সংখ্যার বিচারে শাসক দলের আনা প্রস্তাব পাস হওয়া ছিল সময়ের অপেক্ষা। হয়তো তাই আলোচনার পরই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিরোধী শূন্য বিধানসভায় (Assembly session) ধ্বনি ভোটে পাশ হয় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আনা সম্পর্কিত প্রস্তাব।