ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সদ্য শেষ হওয়া বিধানসভার অধিবেশনে (Assembly Session) বিষয় ছিল বিভিন্ন দফতরে বরাদ্দের ওপর আলোচনা। কিন্তু সেই আলোচনায় প্রধান বিরোধী দল বিজেপি অংশগ্রহণ করেনি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, শাসকদলের কটাক্ষ মানুষের প্রতিনিধিত্ব করে না তো ওরা। পপুলার পলিটিক্সে নজর তাদের। আবার বিজেপির পালটা জবাব সরকার চায় না আলোচনা, তারা চায় প্রশংসা শুনতে, তার দায়িত্ব তো বিরোধীদের নয়।
বিধানসভাকে অপ্রাসঙ্গিক করেছে সরকার পক্ষ, পাল্টা জবাব পদ্মের (Assembly Session)
তৃতীয় তৃণমূল সরকারের এবছরের বাজেটই ছিল শেষ পূর্ণাঙ্গ বাজেট। সদ্য শেষ হওয়া বিধানসভার অধিবেশনে বিভিন্ন দফতরে অর্থ বরাদ্দের আলোচনা হয়। শিক্ষা, স্বাস্থ্যমত দফতরের বরাদ্দের ওপর হয় আলোচনা। কিন্তু সেই আলোচনায় অংশ গ্রহন করে নি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এই অধিবেশনের (Assembly Session) শুরুতেই বিরোধী দলনেতাসহ চার বিধায়ককে সাসপেন্ড করেন স্পীকার। পরে আরও এক বিজেপি বিধায়ক সাসপেন্ড হন। এই অবস্থায় একাধিক মুলতুবি প্রস্তাব আনে বিজেপি পরীষদীয় দল, কিন্তু সবগুলি খারিজ করেন অধ্যক্ষ। বিধানসভার ভিতরে ওপর বাইরে স্পীকারের এই ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদও করেন শঙ্কর ঘোষরা। কিন্তু বাজেট বরাদ্দে বিজেপির অংশ গ্রহন না করা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে।
একাংশ মনে করে বিভিন্ন দফতরে বরাদ্দের ওপর আলোচনায় অংশ গ্রহন করা উচিত ছিল, কারণ সেক্ষেত্রে একাধিক সংশোধনী আনার সুযোগ যেমন ছিল পাশাপাশি তাদের বক্তব্য নথিভুক্ত করতে পারত। পদ্ম বিধায়কদের আলোচনায় অংশ না নেওয়াকে কটাক্ষ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
বিরোধী হিসেবে আলোচনায় একমাত্র অংশ নেন সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি মনে করেন প্রধান বিরোধী দলের উচিত ছিল অংশ নেওয়া (Assembly Session)। তবে আলোচনায় অংশ না নেওয়া নিয়ে শাসক দলকে পালটা জবাব দিয়েছেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। সেই সঙ্গে অধ্যক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুন: Nawsad Siddique: ‘শুধু ৫টা ৫০-এ এক গ্লাস পানি দেবেন’ পুলিশের সঙ্গে ফের বচসায় জড়ালেন নওসাদ
বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেইদিকে নজর রেখে সর্বাত্মক বিরোধিতার পথ নিচ্ছে বিজেপি, বিধানসভার বাইরের পাশাপাশি বিধানসভার (Assembly Session) ভিতরেও সরকার বিরোধিতার তেজ বাড়াচ্ছে। তবে তাদের এই প্রক্রিয়া কতটা কার্যকর হবে তার উত্তর দেবে সময়।