ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মা বগলামুখীর পুজো এক অত্যন্ত শক্তিশালী (Baglamukhi Puja) ও জনপ্রিয় পুজো, যা বিশেষ করে সাফল্য, প্রতিকার, এবং দুঃখ দূরীকরণে সহায়ক বলে বিশ্বাস করা হয়। তবে এই পুজোয় কিছু নির্দিষ্ট নিয়মকানুন অনুসরণ করা উচিত, যা পুজোর পবিত্রতা রক্ষা করতে সহায়ক। এছাড়া, মা বগলামুখীর পুজোয় কিছু বিষয় রয়েছে যা অনুচিত বা একেবারেই নিষিদ্ধ। মায়ের পুজোয় এসব জিনিস করলে বিপদের মুখে পড়বেন।
অশুচি অবস্থায় পুজো ‘না’ (Baglamukhi Puja)
পুজোর সময় শুচিতা এবং পরিশুদ্ধতা খুবই (Baglamukhi Puja) গুরুত্বপূর্ণ। মা বগলামুখীর পুজো অশুচি অবস্থায় করা একেবারেই অনুচিত। উদাহরণস্বরূপ, যাদের শরীরে কোনও ধরনের রোগ বা অসুস্থতা রয়েছে, তাদের পুজো না করার পরামর্শ দেওয়া হয়। পুজোর আগে ভালোভাবে স্নান করে এবং পরিস্কার পোশাক পরিধান করা উচিত, যাতে পুজো ও আচারগুলি পবিত্র থাকে।
পুজোর সময় অশোভন আচরণ ‘না’ (Baglamukhi Puja)
পুজোর সময় অশোভন বা অব্যবস্থাপনা (Baglamukhi Puja) একেবারেই অনুচিত। যেমন, চিৎকার-চেঁচামেচি করা, মন্দ ভাষা ব্যবহার করা, বা মাতাল অবস্থায় পূজা করা, এসবের সঙ্গে ধর্মীয় পুজোর কোনো সম্পর্ক নেই এবং এটি পুজোর পবিত্রতাকে নষ্ট করে। এক্ষেত্রে, নিরবতা, শ্রদ্ধা এবং একাগ্রতা বজায় রেখে পুজো করা উচিত।
আরও পড়ুন: Valentine’s Day Horoscope: ভ্যালেন্টাইন্স ডে-তে জীবনে আসবে প্রেম, ভালোবাসার ঘর বাঁধবেন এই চার রাশি
মদ্যপান ‘না’
পুজোর সময় আহার বা মদ্যপান করা নিষিদ্ধ। মা বগলামুখীর পুজোয় অশুদ্ধতা এবং অতিরিক্ত খাদ্য গ্রহণ পবিত্রতার পরিপন্থী। বিশেষ করে, পুজোর পর মিষ্টান্ন, ফলমূল ইত্যাদি গ্রহণ করা হলেও মদ্যপান বা অশুদ্ধ আহার পরিহার করা উচিত।
চাওয়া-পাওয়ার হিসেব ‘না’
মা বগলামুখীর পুজোয় যদি পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাস সহকারে করা হয়, তবে তার ফল পাওয়া যায়। তবে, যদি পুজো করতে গিয়ে তীব্র অস্থিরতা বা অত্যাধিক চাওয়া-চাওয়ার মনোভাব থাকে, তবে তা পুজোর সঠিক উদ্দেশ্য থেকে বেরিয়ে যেতে পারে। মা বগলামুখী নিজের ইচ্ছায় সাহায্য করেন, তবে তাকে “ব্যবহার” করার মনোভাব রাখা অনুচিত।
বিদ্বেষ ‘না’
পুজো বা যেকোনো ধর্মীয় কাজের সময় অন্যের প্রতি বিরূপ মনোভাব, বিদ্বেষ বা ক্ষোভ পোষণ করা একেবারেই অনুচিত। ধর্মীয় আচার-অনুষ্ঠানে এটি একেবারেই অগ্রহণযোগ্য এবং মন্দ প্রভাব ফেলতে পারে। মা বগলামুখীর কাছে এরকম মনোভাব প্রকাশ করা, বা শত্রুতার উদ্দেশ্যে পুজো করা পুজোর প্রকৃত উদ্দেশ্যের পরিপন্থী।
অশুদ্ধ উপকরণ ‘না’
পুজোয় ব্যবহৃত উপকরণ যেমন ফুল, মিষ্টান্ন, দই ইত্যাদি পরিষ্কার ও শুদ্ধ হওয়া উচিত। অশুদ্ধ বা পুরানো উপকরণ ব্যবহার করা, বিশেষ করে, কোনো ধরনের দুর্গন্ধযুক্ত বা নষ্ট হয়ে যাওয়া বস্তু ব্যবহার করা অত্যন্ত অনুচিত।