ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাগুইহাটির প্রোমোটারের মামলায় (Baguiati Promotar HC Case) পুলিশকে নজরদারির নির্দেশ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নিরাপত্তার জন্য চিঠি দিতে হবে ডিসিকে। বাগুইহাটির প্রোমোটার কিশোর হালদারের অভিযোগ ছিল কাউন্সিলর সমরেশ চক্রবর্ত্তী তাঁর থেকে প্রত্যেক প্রমোটিংয়ের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা দাবি করতেন এবং সেই টাকা না দিলে তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হত। সেই কারণেই তাঁর উপর আক্রমণ হয়েছিল।
এমনকি তিনি পুলিশের কাছে নিরাপত্তা চাইলেও তা দেওয়া হয়নি বাগুইহাটি থানার তরফে (Baguiati Promotar HC Case)। তাই এবার নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। মঙ্গলবার এই মামলার শুনানি শেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, এই মামলায় আর্মস অ্যাক্টের ধারায় মামলা দায়ের হওয়া সত্ত্বেও পুলিশ সম্পূর্ণ তদন্ত করেনি। যার বিরুদ্ধে অভিযোগ তিনি একজন কাউন্সিলর। একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি তদন্ত চলাকালীন এই মামলার
আরও পড়ুন:https://tribetv.in/tmc-news-about-controversy-over-road-inauguration/
আরও পড়ুন:https://tribetv.in/ordered-speedy-completion-against-sandip-ghosh/
আবেদনকারীকে হুমকি দিচ্ছেন (Baguiati Promotar HC Case)। মামলার আবেদনকারী নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলেন। বাগুইহাটি থানা তা দেয়নি। রাজ্য একটি রিপোর্ট জমা করে জানিয়েছে, ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং ন্যায্য পদক্ষেপ নেওয়া হয়েছে সত্যিটা বার করার জন্য। এদিন বিচারপতি পুলিশকে নির্দেশ দিয়েছেন অভিযোগের সত্যতা যাচাই করে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়ার জন্য। একইসঙ্গে, কিশোর হালদারের নিরাপত্তার প্রসঙ্গে, বিচারপতির (Baguiati Promotar HC Case) নির্দেশ, ডিসির কাছে চিঠি লিখে আবেদন করতে হবে মামলার আবেদনকারীকে। পাশাপাশি, পুলিশকে নজর রাখার নির্দেশও দিয়েছেন যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।