ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কর্মীদের জন্য শালীন পোশাক (Bangladesh Bank) সংক্রান্ত নির্দেশিকা জারি করে তা প্রত্যাহার করে নিল বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি মানবসম্পদ বিভাগ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পুরুষ কর্মীদের জিন্স বা গ্যাবার্ডিন প্যান্ট না-পরতে এবং ফর্মাল জামা-প্যান্ট পরতে হবে। অন্যদিকে, নারী কর্মীদের ছোট হাতা, স্বল্প দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথাগত শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়নাকে ‘পেশাদার শালীন পোশাক’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, এবং যারা হিজাব পরেন তাদের ক্ষেত্রে সাদামাটা রঙের হিজাব পরার কথা বলা হয়েছিল।
তীব্র প্রতিক্রিয়া (Bangladesh Bank)
এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে (Bangladesh Bank) তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কর্মীদের একাংশ ও সাধারণ নাগরিকরা বিষয়টিকে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখেন। ব্যাপক সমালোচনার পর, ব্যাংকের পক্ষ থেকে দ্রুত সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হয়।
আরও পড়ুন: Chikungunya: দুই দশক পর ফের আতঙ্কের নাম ‘চিকুনগুনিয়া’, উদ্বেগে WHO!
পেশাদার পরিবেশ বজায় (Bangladesh Bank)
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, সবাই যেন একটি শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার (Bangladesh Bank) পরিবেশ বজায় রাখে, সেই উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এতে কারও ওপর পোশাক চাপিয়ে দেওয়ার ইচ্ছা ছিল না।

বাধ্যতামূলক নির্দেশিকাও বাস্তবে জারি হয়নি
পরে ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়, পোশাকবিধি নিয়ে কোনও কেন্দ্রীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, এবং কোনও বাধ্যতামূলক নির্দেশিকাও বাস্তবে জারি হয়নি। বিষয়টি ব্যাংকের গভর্নরের নজরে আসার পর তিনিই নির্দেশ দেন এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য।