ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বুধবার কলম্বোতে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা ৭৭ রানের জয়ের (Bangladesh Batting Collapse) সাথে সাথে বাংলাদেশের ব্যাটিং পতনের এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে।
ব্যাটিং বিপর্যয়ে কাঁপল বাংলাদেশ (Bangladesh Batting Collapse)
কলম্বোতে বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ধস নামল বাংলাদেশের ব্যাটিংয়ে (Bangladesh Batting Collapse)। ২৪৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারী দল এক সময় ১০০-১ অবস্থানে থাকলেও পরবর্তীতে মাত্র ২৬ বলে ৫ রানে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রানে অলআউট হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ।
ঘটনার মোড় ঘুরে যায় নাজমুল হোসেন শান্ত রানআউট হয়ে যাওয়ার পর। তানজিদ হাসানের সঙ্গে তার ৭১ রানের জুটি বাংলাদেশকে স্থিতিশীলতা দিলেও ঝুঁকিপূর্ণ দ্বিতীয় রান নিতে গিয়ে শান্ত ফেরেন। ডিপ মিডউইকেট থেকে অভিষেক ম্যাচ খেলা মিলন রত্নায়েকের সোজা থ্রো স্টাম্প-এর সঙ্গে সঙ্গে ভেঙে দেয় বাংলাদেশের মনোবল।
স্পিনে আটকে গেল মিডল অর্ডার (Bangladesh Batting Collapse)
শান্ত ফিরে যাওয়ার পর মাঠে নামে শ্রীলঙ্কার স্পিন জুটি – ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস (Bangladesh Batting Collapse)। দু’জনে মিলে ছিন্নভিন্ন করে দেয় বাংলাদেশের মিডল অর্ডার। হাসারাঙ্গা ও মেন্ডিস মিলে তুলে নেন ৭টি উইকেট। হাসারাঙ্গা নিজের প্রথম ওভারেই দুইটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তিনি লিটন দাসকে শূন্য রানে এলবিডব্লিউ করেন, এরপর তানজিদ হাসানকে মিড-অফে দুর্দান্ত ক্যাচে ফেরান জানিথ লিয়ানাগে। তানজিদ করেন দলের সর্বোচ্চ ৬২ রান। এরপর নামেন দুইহাতে বল করা স্পিনার কামিন্দু মেন্ডিস। তার বৈচিত্র্য সামলাতে ব্যর্থ হন বাংলাদেশের ব্যাটাররা। ধীরে ধীরে গুটিয়ে যায় ইনিংস।
হাসারাঙ্গার শততম উইকেট
এই ম্যাচে ওয়ানিন্দু হাসারাঙ্গা গড়েছেন বড় কীর্তি। এটি ছিল তার ওডিআই কেরিয়ারের ১০০তম উইকেট। তিনি শ্রীলঙ্কার দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন। মাত্র ৬৪টি ম্যাচে এটি অর্জন করলেন তিনি, অজন্তা মেন্ডিসের পরে। হাসারাঙ্গার ফিগার ছিল ১০ রানে ৪ উইকেট। বাংলাদেশের ইনিংসের ৩৬তম ওভার শুরু করতে দেরি হওয়ায় শ্রীলঙ্কাকে ৫ রান জরিমানা করা হয় অতিরিক্ত রানে।
আসালঙ্কার লড়াকু সেঞ্চুরি
শুরুতে ২৯ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যস্ত শ্রীলঙ্কার ইনিংসকে টেনে তোলেন অধিনায়ক চরিথ আসালঙ্কা। তিনি ধৈর্য ও আগ্রাসনের সমন্বয়ে গড়ে তোলেন নিজের পঞ্চম ওডিআই সেঞ্চুরি। তার ১০৬ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কা ৪ বল বাকি থাকতে ২৪৪ রানে অলআউট হয়। চাপের মুখে আত্মবিশ্বাস ও স্থিরতা দেখিয়েই শ্রীলঙ্কা ম্যাচটি জিতে নেয়। বাংলাদেশের ব্যাটাররা সেই চাপ সামলাতে ব্যর্থ হন।
আরও পড়ুন: Jaiswal Defend Shubman Gill: এজবাস্টনে প্রথম দিনে ভারতের দাপট, শুবমানের শতরান ও জয়সওয়ালের প্রশংসা
ম্যাচ শেষে প্রতিক্রিয়া
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করে নেন, দলের ব্যাটিং ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “আমরা খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু রানআউটটা আমাদের বড় ক্ষতি করেছে। মিডল অর্ডার চাপে ভেঙে পড়েছে। আমাদের বড় একটা পার্টনারশিপ দরকার ছিল।” তিনি আরও বলেন, “হারটা কষ্টের, তবে আমরা এর থেকে ভালো দল। দু’দিন পর ঘুরে দাঁড়াব।”
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন চরিথ আসালঙ্কা
তিনি বলেন, “আমি পরিস্থিতি বুঝে খেলতে চেয়েছিলাম। শেষ দশ ওভারে আমরা যেভাবে খেলেছি তাতে কিছুটা হতাশ। তবে ফিল্ডিং ছিল অসাধারণ।” আসালঙ্কা আরও বলেন, “আমরা ফিল্ডিংয়ে অনেক গুরুত্ব দিই। আমরা বিশ্বাস করি, ক্যাচ ম্যাচ জিতিয়ে দেয়। গত ১২ মাসে অস্ট্রেলিয়া ও ভারতকে হারিয়ে ভালো ফল করেছি। আমরা র্যাঙ্কিংয়ে চতুর্থ এবং এই সিরিজ জয় দিয়ে শেষ করতে চাই।”
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচটি শনিবার একই মাঠে অনুষ্ঠিত হবে।