ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের পাঠ্যক্রমে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত। পাঠ্য বই থেকে মুছে ফেলা হচ্ছে শেখ মুজিবুর রহমানের কবিতা (Bangladesh News)। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকেও ভোলানোর চেষ্টা? উঠছে প্রশ্ন।
মুজিব ছিলেন জাতীর জনক (Bangladesh News)
স্বাধীনোত্তর বাংলাদেশে (Bangladesh News) শেখ মুজিব মানে ছিলেন মুক্তি। মুজিব ছিলেন জাতীর জনক। তিনিই ছিলেন স্বাধিনতার কাণ্ডারি। বৈষম্য বিরোধী আন্দোলনের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধু দেশ ছাড়াই করেনি মৌলবাদী শক্তি, ভেঙে গুঁড়িয়ে দিয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তিও।
মৌলবাদীদের নিয়ন্ত্রণে ইউনুস সরকার (Bangladesh News)
ঘটনাক্রমে স্পষ্ট হয়েছে বাংলাদেশে (Bangladesh News) এখনকার ইউনুস সরকার আদতে মৌলবাদীদের নিয়ন্ত্রণে। তারা এবার ইতিহাসের পাতা থেকে মুজিবুর রহমানকে মুছে ফেলতে চাইছে। বাংলাদেশে শিশু পাঠ্য বই থেকে বাদ যাচ্ছে ‘মুজিব মানে মুক্তি’ কবিতাটি। নতুন বছরের শিক্ষাক্রমের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন আসছে। বাদ দেওয়া হচ্ছে আগের শিক্ষাক্রমের অনেক বিষয়, সেইসঙ্গে নতুন করে সংযোজন হচ্ছে অনেক বিষয়।
আরও পড়ুন: No Confidence in France: সংসদে পাশ অনাস্থা প্রস্তাব! পদত্যাগ করছেন প্রধানমন্ত্রী
বাদ কী?
বাংলা ও ইংরেজি বই থেকে সাতটি গদ্য ও পদ্য বাদ দেয়া হচ্ছে। আর নতুন করে ৮টি গদ্য ও পদ্য যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণির বইয়ে শেখ মুজিবুর রহমানের উপর নির্মলেন্দু গুণের কবিতা ‘মুজিব মানে মুক্তি’ বাদ দিয়ে রজনীকান্ত সেনের ‘স্বাধীনতার সুখ’ সংযোজন করা হচ্ছে।
আরও পড়ুন: UK on Bangladesh Issue: বাংলাদেশ থাকা নাগরিকদের জন্য এই বিশেষ সতর্কবার্তা জারি ব্রিটেনের
পুরনো সিলেবাসে ফেরা
২০১২ সালে প্রণীত পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রম কার্যত বাতিল করে দেয়। এরপর পুরনো শিক্ষাক্রমের ভিত্তিতে কিছু সংযোজন-বিয়োজন করে বই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম শ্রেণির বাংলা বইয়ে পিঁপড়া ও পায়রার গল্প যুক্ত করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের ছবি ও ৭ মার্চের ভাষণের অংশ বাদ দিয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কিত অধ্যায় শুরু হচ্ছে ২৫ মার্চের ঘটনাপ্রবাহ দিয়ে।
অন্যান্য বদল
দ্বিতীয় শ্রেণির বাংলা বইয়ে কাজী নজরুল ইসলামের ওপর লেখা ‘দুখু মিয়ার জীবন’ যুক্ত হয়েছে, বাদ পড়েছে শেখ মুজিবুর রহমানের ওপর লেখা ‘সোনার ছেলে’। তৃতীয় শ্রেণির বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছেলেবেলা’ যোগ করা হয়েছে। শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ‘সেই সাহসী ছেলে’ অধ্যায়টি সরিয়ে জাতীয় চার নেতার জীবনী রাখা হয়েছে। চতুর্থ শ্রেণির বইয়ে শেখ মুজিবুর রহমানের ওপর নির্মলেন্দু গুণের কবিতা ‘মুজিব মানে মুক্তি’ বাদ দিয়ে রজনীকান্ত সেনের ‘স্বাধীনতার সুখ’ সংযোজন করা হয়েছে।
নতুন বছরে নতুন বই
২০২৫ সালের জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে এই নতুন বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হলেও বছরের শুরুতেই সবার হাতে সব বই পৌঁছবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে সিলেবাসে বদল যে অনিবার্য হয়ে উঠেছে তার দেওয়াল লিখন এখন স্পষ্ট।