ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলের ২৪৯ রানের লক্ষ্যের জবাবে হার শ্রীলঙ্কার (Bangladesh Secure 16-Run Win)। তানভীর ইসলামের পাঁচ উইকেট শিকারের সুবাদে শ্রীলঙ্কা ২৩২ রানে অলআউট হয়।
কলম্বোতে ইতিহাস গড়লেন তানভীর ইসলাম (Bangladesh Secure 16-Run Win)
বাংলাদেশের তরুণ বোলার তানভীর ইসলাম নিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে জয় এনে দিলেন দলকে (Bangladesh Secure 16-Run Win)। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার, ৫ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তিনি ১০ ওভারে ৩৯ রানে তুলে নেন পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট। বাংলাদেশ ম্যাচ জেতে ১৬ রানে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪৫.৫ ওভারে ২৪৮ রান তোলে। পরে শ্রীলঙ্কাকে ৪৮.৫ ওভারে ২৩২ রানে অল আউট করে দেয়। তানভীর যাঁদের উইকেট নেন, তাঁরা হলেন নিশান মাদুশ্কা (১৭), কুশল মেন্ডিস (৫৬), কামিন্দু মেন্ডিস (৩৩), ডুনিথ ওয়েলালাগে (১), এবং মাহিশ থিক্ষানা (২)। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ১-১ ফলে সমতায় এল।
ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশ, কিন্তু লড়াই চালিয়ে যায় (Bangladesh Secure 16-Run Win)
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ (Bangladesh Secure 16-Run Win)। কিন্তু শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর কেরিয়ারের সেরা ৪ উইকেট (৪-৩৫) ও ওয়ানিন্দু হাসারাঙ্গার লেগ স্পিনে ৩ উইকেট (৩-৬০)-এর সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটিং। দলের একাধিক ব্যাটার শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। নাজমুল হোসেন শান্ত মাত্র ১৪ রানে ভুল শটে লং অনে ধরা পড়েন। শামিম হোসেন (২২) ও অধিনায়ক মিরাজ (৯) দু’জনেই শর্ট বলের ফাঁদে পড়ে ফাইন লেগে ক্যাচ দিয়ে আউট হন।
তবে ভালো খেলেন ২৩ বছরের পারভেজ হোসেন ইমন। তিনি ৬৯ বলে ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। ওয়ানডে কেরিয়ারে এটাই তাঁর প্রথম হাফসেঞ্চুরি। তৌহিদ হৃদয় করেন ৬৯ বলে ৫১ রান। কিন্তু পার্টনারশিপ না গড়ে ওঠার কারণে দ্রুত উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

শেষ উইকেটে লড়াই
বাংলাদেশ যখন ২১৮-৯, তখন তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান শেষ উইকেটে ৩০ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান দলকে। তানজিম ২১ বলে ৩৩ রান করেন, মারেন ২টি চার ও ২টি ছক্কা। কিন্তু মুস্তাফিজুর রান না করেই আউট হয়ে গেলে ইনিংস শেষ হয়।
আরও পড়ুন: Gill blunt on Bumrah at Lords: এজবাস্টনে ঐতিহাসিক জয় ভারতের! লর্ডসে ফিরছেন বুমরাহ
সিরিজের ফয়সালা তৃতীয় ম্যাচে
তানভীর ইসলামের অসাধারণ বোলিং পারফরম্যান্সই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এখন সিরিজের ফয়সালা হবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে। বাংলাদেশের আত্মবিশ্বাস ফিরে এসেছে এই জয়ে, আর তানভীর হয়ে উঠেছেন দলের নতুন আশা।