ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের তীব্র হল উত্তাপ। আগামী সাধারণ নির্বাচন ডিসেম্বরের মধ্যে আয়োজনের দাবি জানিয়ে সরব হয়েছে বিএনপির মতো বিরোধী দলগুলি(Bangladesh Situation)। সেনাপ্রধান ওয়াকার-উজ-জ়ামান সম্প্রতি নির্বাচনের সময়সীমা নির্ধারণের পক্ষে সওয়াল করার পর, এবার জাপান সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস স্পষ্ট করলেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৪-এর ডিসেম্বর থেকে ২০২৫-এর জুনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।
ইউনূস কী জানালেন? (Bangladesh Situation)
বুধবার টোকিয়োয় এক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে ইউনূস (Muhammad Yunus) বলেন, “যদি নির্বাচনী সংস্কারের কাজ ধীরে এগোয়, তবে সময় একটু বেশি লাগবে(Bangladesh Situation)। তবে এই সময়সীমা অন্তহীন হবে না। ২০২৬ সালের জুনের মধ্যেই সংস্কারের কাজ শেষ করতে হবে।” তিনি আরও বলেন, “যখন নির্বাচন হবে এবং নতুন সরকার গঠিত হবে, তখন আমরা আমাদের দায়িত্ব হস্তান্তর করব।”এই মন্তব্যের মাধ্যমে ইউনূস যেমন নির্বাচন আয়োজনের একটি সময়সীমা দিয়েছেন, তেমনি বিরোধীদের ‘অধৈর্যতা’র কথাও তুলে ধরেছেন। তাঁর কটাক্ষ, “মানুষ রাজনীতিকদের বোঝাতে চাইছে, নির্বাচন নিজের সময়েই হবে। কিন্তু রাজনীতিকরা ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ছেন।” এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে বিএনপির দিকে, বলছেন বিশ্লেষকরা।
নির্বাচনের সময়সীমা নির্ধারণ(Bangladesh Situation)
এর আগে, গত সপ্তাহেই অন্তর্বর্তী সরকারের তরফে জানানো হয়েছিল, রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পরে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫-এর মধ্যে(Bangladesh Situation)। সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করলেন ইউনূস।এই আবহেই বুধবার ঢাকায় নির্বাচন চেয়ে বিশাল সমাবেশ করে বিএনপি। সেখানে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন দলের শীর্ষনেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তাঁর বক্তব্য, “আমরা স্পষ্ট করে দিতে চাই, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চাই। এটি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। আমরা সেই অধিকার থেকে সরে আসব না।”

আরও পড়ুন: US Visa : চিনা পড়ুয়াদের উপর মার্কিন কড়াকড়ি বাড়াল ট্রাম্প প্রশাসন, বিপাকে হাজার হাজার শিক্ষার্থী
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন? (Bangladesh Situation)
প্রসঙ্গত, শেখ হাসিনার () আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে(Bangladesh Situation)। তাই নির্বাচন নিয়ে তাদের দাবি এবং চাপ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জ়ামানের সাম্প্রতিক মন্তব্য— “ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত”— এই দাবিকেও স্বীকৃতি দিয়েছে এক প্রকারে। এতে সরকারের উপর চাপ আরও বাড়ছে।

আরও পড়ুন: Pune porsche Case : কিডনি পাচারের অভিযোগে ফের গ্রেফতার পোর্শে-কাণ্ডে অভিযুক্ত চিকিৎসক অজয় তাওড়!
নির্বাচনের কোনও নিশ্চয়তা নেই (Bangladesh Situation)
তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ইউনূস সময়সীমা উল্লেখ করলেও নির্বাচন যে নির্ধারিত সময়েই হবে, তার কোনও নিশ্চয়তা নেই(Bangladesh Situation)। বিশেষ করে নির্বাচনী সংস্কারের অগ্রগতি যেহেতু এখনও পরিষ্কার নয়, তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।সার্বিকভাবে, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনা দিন দিন বাড়ছে। ইউনূসের বক্তব্যে নির্বাচন নিয়ে সাময়িক দিশা মিললেও, তার বাস্তবায়ন এবং রাজনৈতিক ঐকমত্যের অভাবই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।