ট্রাইব টিভি ডিজিটাল:বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ ও সবচেয়ে গৌরবময় অধ্যায়। ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। সেদিনের পর থেকে ১৬ ডিসেম্বর দিনটি বাংলাদেশের বিজয় দিবস হিসেবে পালন করা হয়। তবে, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় পরিস্থিতি এই দিবসের উদযাপন ও তাৎপর্যকে নতুন এক প্রেক্ষাপটে দাঁড় করিয়েছে।
তেইশ বছর আগে এই দিনে বাংলাদেশের পাক সেনারা আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনাদের কাছে। পাক কবল থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ। সোমবার ভারতে পালিত হলো বাংলাদেশের বিজয় দিবস। মৌলবাদীদের কবলে থাকা বাংলাদেশেও পালিত হলো বিজয় দিবস।বাংলাদেশের বিজয় দিবস। এখন বাংলাদেশ সেই মৌলবাদীদের কবলে। তবু পালিত হলো বিজয় দিবস। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান ছিল ভারতের। পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের কবল থেকে মুক্ত করতে ভারতের অবদানকে ভুলতে পারেন না মুক্তিযোদ্ধারা। সেই ইতিহাস যখন ভুলিয়ে দিতে চাইছে বাংলাদেশের পাকপন্থী মৌলবাদীরা, তখন সেদেষশে পালিত হলো বিজয় দিবসও।
কলকাতায় পালন করা হলো ওপার বাংলার বিজয় দিবস। উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কলকাতার পাশাপাশি বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় দিল্লির বুকেও। মুক্তিযুদ্ধে শহিদ হওয়া ভারতীয় জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
আরও পড়ুন: Trump on Daylight Saving: ডে-লাইট সেভিং টাইম বন্ধের পক্ষে ডোনাল্ড ট্রাম্প
ভারত-বাংলাদেশে যখন পালন করা হচ্ছে বিজয় দিবস, তখন বাংলাদেশে চলছে হিন্দু নিপীড়ন। ভারত সরকার প্রতিবাদ জানিয়েছে। কিন্তু বন্ধ হয়নি ওপার বাংলার হিন্দু নির্যাতন। সরব হয়েছে দেশের বিরোধী শিবিরও। ভারতের বিদেশ সচিব ঢাকার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশে চলা হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছিলেন। বাংলাদেশ বলেছিল, সেদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে পারে না ভারত। কিন্তু ভারতকে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখতেো চায় বাংলাদেশের সংখ্যালঘুরা, এদেশের সাধারণ মানুষজনও।
৭১-র বিশ্ব পরিস্থিতির সঙ্গে কোনও মিল নেই এখনকার বিশ্ব পরিস্থিতির। আছে অনেক প্রতিকূলতা। বাংলাদেশের পিছনে আছে চীন, পাকিস্তান, আমেরিকার প্রচ্ছন্ন ও পরোক্ষ মদত। প্ররোচনায় পা দিতে চাইছে না ভারত। কিন্ত কীভাবে রক্ষা পাবেন বাংলাদেশের সংখ্যালঘুরা? কীভাবে রোখা যাবে বাংলাদেশের মৌলবাদীদের? প্রশ্নটা ঘুরছে ভারত-বাংলাদেশে। বিজয় দিবসের আবহেতেও শঙ্কিত বাংলাদেশের সংখ্যালঘুরা।