ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আলু রপ্তানীতে সরকারী নিষেধাজ্ঞা।এখনো বাঁকুড়ার (Bankura) বিভিন্ন স্টোরে মজুদ ১৪ লক্ষ প্যাকেট আলু। চরম সমস্যায় পড়েছেন আলু ব্যবসায়ীরা।সরকারি নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আবেদন নিয়ে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে হাজির হলেন প্রগতিশীল আলু ব্যাবসায়ী সমিতির সদস্যরা (Bankura)।
চরম সমস্যায় আলু ব্যবসায়ীরা (Bankura)
ভিন রাজ্যে আলু রপ্তানীতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। এই কারনে মুখ থুবড়ে পড়েছে ভিন রাজ্যে আলু সরবরাহ। যার জেরে চরম সমস্যায় পড়েছেন আলু ব্যবসায়ীরা।এর প্রতিবাদ স্বরূপ বারংবার ধর্মঘটেও সামিল হয়েছেন আলু ব্যাবসায়ীরা। এই বছর উৎপাদিত আলুর বেশিরভাগই এখনো মজুত রয়েছে কোল্ড স্টোরেজে। আলু ব্যাবসায়ীদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ১৪ লক্ষ প্যাকেট আলু বাঁকুড়া (Bankura) জেলার বিভিন্ন স্টোরে মজুদ রাখা রয়েছে। টাটা, ঝাড়খন্ড, উড়িষ্যা, বিহার সহ অন্যান্য পড়শি রাজ্যে বাঁকুড়ার আলু বছরভর রপ্তানী হয়ে থাকায় বেশির ভাগ আলুই বেরিয়ে যায় বছরের এই সময়। কিন্তু এই বছরের চিত্রটা সম্পূর্ণ অন্য রকম, দুই শতাংশ আলুও এখনো রপ্তানী হয়নি।এর কারণ হিসেবে প্রগতিশীল আলু ব্যাবসায়ী সমিতি এবং স্টোর মালিকেরা সরকারের ঘাড়েই বারবার দোষ চাপিয়েছেন।
জেলাশাসকের দ্বারস্থ আলু ব্যবসায়ীরা (Bankura)
ভিন রাজ্যে আলু পরিবহনে সরকারি প্রতিবন্ধকতা তুলে দেবার আবেদন নিয়ে বাঁকুড়া (Bankura) জেলাশাসকের দপ্তরে হাজির হলেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দাবি ‘বাজারে নতুন আলু এবার আসতে শুরু করবে, তাহলে পুরোনো আলু যা মজুত আছে সেগুলি নষ্ট হয়ে গেলে ব্যাবসায়ীদের কপালে পুড়বে। এই অবস্থায় জেলাশাসকের মাধ্যমে সরকারের কাছে আলু রপ্তানীতে নিষেধাজ্ঞা তোলার আবেদন জানাচ্ছেন তারা।
আরও পড়ুন: Pous Mela 2024: স্বমহিমায় ফিরছে ঐতিহ্যবাহী পৌষমেলা, কবে শুরু? দেখে নিন দিনক্ষণ…..
স্টোর মালিকদের দাবি
পশ্চিমবঙ্গে যে পরিমাণ আলু উৎপন্ন হয়,তার ৬০ শতাংশ রাজ্যের অন্দরেই বিক্রি হয়। বাকি ৪০ শতাংশ চলে যায় ভিনরাজ্যে। রফতানিতে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর বর্ধমান,মেদিনীপুর, হুগলির মতো জেলাগুলিতে সমস্যা তৈরি হয়েছে। কোল্ড স্টোরেজে পড়ে রয়েছে বিক্রি না হওয়া আলু। এখন প্রশ্ন উঠছে, ডিসেম্বর নতুন আলু ওঠার পরও যদি বিক্রি না হয়, তাহলে কী হবে! সে ক্ষেত্রে কোল্ড স্টোরেজের আলু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। স্টোর মালিকদের দাবি,’পশ্চিমবাংলার জন্য প্রয়োজনীয় আলু বাদে বাকি যে আলু অবশিষ্ট থাকে তা যদি সরকার ভিন রাজ্যে রপ্তানির অনুমতি দেয় তাহলে ব্যাবসায়ীরা এই সমস্যা থেকে অব্যাহতি পাবে।
কী বললেন মুখ্যমন্ত্রী?
আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করার পরই গত ২৩ নভেম্বর আলুর দামে রাশ টানতে উদ্যোগী হয় প্রশাসন।তারপরই ভিন রাজ্যে সব রকমের আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এখন কবে প্রত্যাহার হবে ভিন রাজ্যে আলু রপ্তানিতে সরকারি নিষেধাজ্ঞা এটাই লাখ টাকার প্রশ্ন।