ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মানুষকে হাসাবে বাড়ুজ্যে পরিবার (Barujje Family)। ক্লিকে (klikk) মুক্তি পেতে চলেছে নতুন মেগা সিরিজ ‘বাড়ুজ্যে ফ্যামিলি’ (Barujje Family)। এই মেগা সিরিজে, একটি করে মজাদার কমেডি এপিসোড ধারাবাহিক ভাবে, প্রতি সপ্তাহে আগামী কয়েক মাসের জন্যে দেখানো শুরু হবে। সম্প্রচার শুরু অক্টোবর (October) মাসেই। সিরিজটি কলকাতার (Kolkata ) মধ্যবিত্ত বাড়ুজ্জ্যে পরিবারকে কেন্দ্র করে।
সিরিজের গল্প ভীষণ ভালো। ব্যানার্জী পরিবার দক্ষিণ কলকাতার একটি বিল্ডিংয়ের দুটি ফ্ল্যাটে বসবাস করেন। প্রতিটি এপিসোড মজার ছলে তাদের দৈনন্দিন সামাজিক এবং পারিবারিক সমস্যাগুলি তুলে ধরে। বিধান এবং কল্যাণী বাড়ুজ্যে, ৩৪ বছরের বিবাহিত দম্পতি। বাড়ির বয়োজ্যেষ্ঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভক্ত কল্যাণী। শান্ত কিন্তু রাশভারী। তিনিই পরিবারের কর্ত্রী। যেখানে উল্টো দিকে ওনার স্বামী বিধান বাড়ুজ্যে, অ্যাকশন সিনেমার ভক্ত। মুখে কোনও লাগাম নেই। উপরন্তু ততোধিক কিপটে।
আরও পড়ুন: Rishi Kaushik: মুম্বইয়ে বাজিমাত! কামাল দেখাচ্ছেন ঋষি কৌশিক
তাদের বড় ছেলে অরুণ কর্পোরেট জগতে কাজ করে এবং পরিবারের মধ্যে সবচেয়ে বিচক্ষণ। অরুণের স্ত্রী সিমরন একটি গোঁড়া পাঞ্জাবি পরিবার থেকে বাড়ুজ্যে বাড়িতে প্রেম করে বিয়ে করে এসেছে। সাংস্কৃতিক পার্থক্য থেকে কল্যাণীর সাথে প্রায় প্রতিদিনই ‘সাস-বউ’ (শাশুড়ি বনাম বউ) নাটক তৈরি করে।
আরও পড়ুন: Manoj Bajpayee and Rii Sen: মনোজ বাজপেয়ীর বিপরীতে এবার টলিপাড়ার ঋ!
তাদের দশ বছর বয়সী মেয়ে গুরকিরণ একজন ব্লগার। যাকে সবাই ভালোবাসে। যদিও কল্যাণী তার পাঞ্জাবি নামটা বিশেষ পছন্দ করেন না।
সবশেষে রয়েছে ছোট ছেলে বরুণ। কল্যাণীর সবচেয়ে প্রিয়। সে নিজেকে একজন র্যাপার বলে মনে করলেও পরিবারের বাকিরা তা মনে করে না। র্যাপ ছাড়া আর কিছু সে করে উঠতেও পারে না।
বাড়ুজ্যে পরিবার যাবতীয় কর্মকান্ড এই ক’জন ও রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) নিয়ে। প্রতিটি এপিসোড (Episode) একটি নতুন সমস্যার সঙ্গে শুরু হয় এবং শেষে তা সমাধান হয়। যা দর্শকদের জন্য প্রতি সপ্তাহে নতুন এবং মজাদার বিষয়।