Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বাংলা টেলিভিশন ও চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdatta Chatterjee)। তিনি স্বতন্ত্র অভিনয় ও পছন্দের বাছাই করা চরিত্রের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ‘গানের ওপারে ‘ ধারাবাহিক দিয়ে প্রথম অভিনয় যাত্রা শুরু করেছিলেন তিনি। যেটি পরিচালনা করেছিলেন ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh)। তারপর ‘ বয়েই গেল’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দর্শকের নজর কাড়েন বাসবদত্তা। সম্প্রতি ‘বেলা ‘ (Bela) ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে কিছু চরিত্রে অভিনয়ের জন্য তাঁর আক্ষেপ রয়ে গিয়েছে। আর সে সব তথ্যই শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় (Basabdatta Chatterjee)
প্রখ্যাত আকাশবাণী কলকাতার উপস্থাপিকা ও রান্না লেখিকা বেলা দে’র জীবন ভিত্তিক গল্প তুলে ধরা হয়েছে ‘বেলা ‘ (Bela) ছবিতে। ঋতুপর্ণা সেনগুপ্ত ( Rituparna Sengupta) কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এই ছবিতে। পাশাপাশি বাসবদত্তা চট্টোপাধ্যায়কে (Basabdatta Chatterjee) দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে।
আক্ষেপ থেকে যাওয়া (Basabdatta Chatterjee)
অভিনেত্রী বাসবদত্তা মূলত বাংলা টেলিভিশন ও সিনেমাতে কাজ করেন। ‘কার কাছে কই মনের কথা ‘ (Kar Kachhe Koi Moner Kotha) তে তিনি যেটা শুনে কাজ করতে গিয়েছিলেন, সেটা হয়নি। অর্থাৎ ছবিতে তাঁকে যেভাবে কাজ করানোর কথা বলা হয়েছিল, তেমন ভাবে অভিনেত্রীকে দিয়ে কাজ করানো হয়নি। আর সেটা অভিনেত্রীর একটা বড় আক্ষেপ রয়ে গিয়েছে। অভিনেত্রী বলেন , “সেটে শুধু দাঁড়িয়ে থাকা ,দুটো ডায়লগ বলা আর এদিক ওদিক তাকানো। এটা কোনও অভিনেতাই করতে চান না। অন্যদিকে সারা সিরিয়াল জুড়ে অভিনয় থাকবে সেটাও না। তবে যেটুকুনি থাকবে, তা যেন করে মজা পাই। ” আসলে প্রত্যেক অভিনেতা অভিনেত্রী চরিত্র ছাড়াও নতুন কোন চরিত্রে অভিনয় করতে।
নিজের সেরাটা না দিতে পারা (Basabdatta Chatterjee)
অভিনেত্রী বাসবদত্তা (Basabdatta) আরও একটি ছবির কথা তুলে ধরেছেন। যেটিতে অভিনয় করে তাঁর একটু হলেও আফসোস রয়ে গিয়েছে। সেটা হল নিজেকে ঠিকঠাক ভাবে চরিত্রে তুলে না ধরতে পারা। ‘ তরুলতা ভূত ‘ ছবিতে তিনি অভিনয় করেছিলেন। অভিনেত্রী মনে করেন , সেই সময় যদি তাঁকে কেউ একটু বলে দিতেন তাহলে হয়তো তিনি আরও ভালো পারফর্ম করতে পারতেন। যদিও এ বিষয়ের তিনি নিজেকেই দোষারোপ করেছেন। অবশ্য অভিনেত্রীর ‘তরুলতার ভূত ‘ ছবিতে অভিনয় নিয়ে তাঁর অনুরাগীদের কোনও মতামত নেই।
এখনও বাকি শেখা (Basabdatta Chatterjee)
অভিনেত্রী বসবদত্তা মনে করেন ,জুনিয়রদের জ্ঞান দেবার মত জ্ঞান তাঁর নেই। তবে সবাই সব জানে। জিজ্ঞেস করার লোক খুব কম , বলে মনে করেন অভিনেত্রী। আসলে সময় বদলেছে, এখন সবাই ফোনে ব্যস্ত রিল বানাতে। আর পাশাপাশি অভিনেত্রী মনে করেন তাঁর নিজেরই শেখার অনেক বাকি রয়েছে এখনও, তাই তিনি মন দিয়ে কাজ করে যেতে চান। তবে অভিনেত্রীর অভিনয় জীবন নিয়ে কোনও আফসোস নেই । কারণ তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee),লিলি চক্রবর্তী ( Lily Chakravarty), ঋতুপর্ণ ঘোষ ( Rituparno Ghosh) সবার সাথেই কাজ করতে পেরেছেন। বরং তিনি মনে করেন, তিনি না চাইতেই অনেক কিছু পেয়েছেন। তবে বেছে বেছে কাজ করায়, হয়ত তাঁর কাজের সংখ্যা একটু কম। তবে সেটা নিজের ইচ্ছাতেই হয়েছে বলে, মনে করেন অভিনেত্রী বাসবদত্তা। আর তাতেই তিনি খুশি।
আরও পড়ুন: Sanjay Leela Bhansali: কথা দিয়ে কথা রাখেন না সঞ্জয় লীলা বনশালী! জড়ালেন আইনি ফাঁসে
সকলের ভালো কামনা
সামনেই পুজো, দর্শকদের উদ্দেশ্যে অভিনেত্রী বাসবদত্তা বলেন, সকল দর্শক যেন সুস্থ থাকেন ,ভালো থাকেন। আর অভিনেত্রীর অভিনীত ‘সাইকো ‘আসছে ‘ দরশু ‘ অ্যাপে। তবে এর আগে অভিনেত্রীর ‘বয়েই গেল ‘ , ‘নেতাজি ‘ , ‘আসা যাওয়ার মাঝে ‘ , ‘তরুলতার ভূত’ , প্রভৃতি ছবিগুলি ব্যাপক জনপ্রিয় হয়েছিল।