Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা অভিনয় জগত এক অভিজ্ঞ (Basanti Chatterjee Death) প্রতিভাকে হারাল। মঙ্গলবার সকালে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। সেই সঙ্গে ছিল বার্ধক্যজনিত নানা জটিল সমস্যা। বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর। সকাল ১০টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শেষ জীবনেও ছিলেন অভিনয়ে (Basanti Chatterjee Death)
শেষ জীবনে অভিনয় থেকে একেবারে বিচ্ছিন্ন হননি বাসন্তী দেবী (Basanti Chatterjee Death)। ধারাবাহিক ‘গীতা এলএলবি’ ছিল তাঁর শেষ কাজ। শরীর ভাঙলেও ক্যামেরার সামনে নিজেকে শক্ত করে তুলতেন। মাসে প্রায় ২০ হাজার টাকার ওষুধ ও সাড়ে চার হাজার টাকার ইনজেকশনের উপর ভরসা করে চলছিলেন। তার মধ্যেই প্রতিদিন দমদম থেকে সোনারপুরে শুটিংয়ে যেতেন তিনি। সহ-শিল্পীদের সহযোগিতাই ছিল তাঁর বড় ভরসা।
আচমকাই মৃত্যু (Basanti Chatterjee Death)
নিজের বাড়িতে গৃহসহায়িকার সঙ্গেই থাকতেন বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee Death)। গৃহসহায়িকার কথায় জানা যায়, গত ছ’মাস ধরে অসুস্থতা খুব বেড়েছিল, কিন্তু নতুন করে কোনও বড় জটিলতা দেখা দেয়নি। তাই আচমকা মৃত্যুর খবরে তিনিও ভেঙে পড়েছেন। গৃহসহায়িকা জানান, “হঠাৎই চলে গেলেন, তবে অনেক কষ্ট পেয়েছিলেন। আশা করি, এবার শান্তি পেলেন।”
শোকের ছায়া টলিপাড়ায়
বর্তমানে প্রয়াত অভিনেত্রীর মরদেহ রাখা রয়েছে তাঁর বাসভবনে। ইতিমধ্যেই অভিনেত্রীর মৃত্যুর খবর পৌঁছে দেওয়া হয়েছে আর্টিস্ট ফোরামে। বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় আগেও একাধিকবার প্রকাশ্যে এনেছিলেন তাঁর শারীরিক ও আর্থিক দুরবস্থার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তিনি সাহায্যের আবেদন জানিয়েছিলেন। একসময় পরিচালক স্নেহাশিস চক্রবর্তীও পাশে দাঁড়িয়েছিলেন এই প্রবীণ শিল্পীর।
আরও পড়ুন: Menstruation: ঋতুস্রাবের সময় কি খাওয়া উচিত নয় জেনে নিন…
বাসন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ঠগিনী’ ও ‘আমি সে ও সখা’ ছবিগুলো। তাঁর সাবলীল অভিনয় ও চরিত্র রূপায়ণে সহজাত দক্ষতা তাঁকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। তাঁর প্রয়াণে বাংলা বিনোদন জগতে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হবার নয়।