Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার রাতে প্রয়াত হন বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee )। অভিনয় জগতের মানুষ তিনি। থিয়েটার থেকে সিনেমা, স্বর্ণযুগের অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। উত্তম কুমারের সাথেও কাজ করেছেন তিনি। তবে শেষ জীবনটা কষ্ট পেয়েছিলেন খুবই। গ্ল্যামার দুনিয়ায় থেকেও তাঁর শেষ জীবনে গ্ল্যামার ছিল না । শেষ দিনগুলো ছিল অত্যন্ত নিঃসঙ্গ । জীবনের শেষ দিনগুলো অন্যের সাহায্যের উপর নির্ভর করে কাটাতে হয়েছে বাসন্তী চট্টোপাধ্যায়কে। শেষ দিন পর্যন্ত তিনি কাজ করে যেতে চেয়েছিলেন।
জীবনের সংগ্রাম (Basanti Chatterjee )
বাসন্তী চট্টোপাধ্যায়ের (Basanti Chatterjee) জীবনে দুঃখ ও সংগ্রাম কম ছিল না। শেষ বয়সেও তাঁকে সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। পাশে পাননি পরিবারকে। চিকিৎসার জন্য মাসে লাগত প্রচুর টাকা। পেটে ক্যান্সার , কিডনি বিকল, পেসমেকার বসানো সত্ত্বেও অভিনয় জগৎ থেকে দূরে সরে যাননি। চলতি বছরে পড়ে গিয়ে পাঁজরে হাড় ভেঙে শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন বাসন্তী চট্টোপাধ্যায়। তাঁর জীবনের সংগ্রামে ছিল একের পর এক বিপদ। কিন্তু সেসব মনে না রেখেই হাসিমুখে ক্যামেরার সামনে ধরা দিতেন। বাসন্তী চট্টোপাধ্যায় ছিলেন অভিনয় পাগল শিল্পী। যে কারণে হাজার কষ্ট হলেও অভিনয়ের জগত থেকে সরে যেতে পারেননি তিনি।
পাশে থাকা (Basanti Chatterjee )
একাধিক সিনেমা, ধারাবাহিকে অভিনয় করে গিয়েছেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee) । তাঁর অসুস্থতার সময় আর্থিক সংকটের কথা তুলে ধরে সাহায্যর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। অভিনেতার সাথে বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee) একাধিক ধারাবাহিকে মা ছেলের অভিনয় করেছিলেন। আর্থিক সংকট বাসন্তী চট্টোপাধ্যায়কে ক্যামেরার সামনে এনেছিল। তাঁর আর্থিক সংকটে পাশে দাঁড়িয়ে ছিলেন শিল্পীমহল । পরিচালক স্নেহাশীষ চক্রবর্তীও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাঁর দিকে।
থামাতে না পারা
বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee) ‘ গীতা এলএলবি ‘ ধারাবাহিকে ঠাকুমা চরিত্রে অভিনয় করতেন। অভিনেত্রী অসুস্থ থাকলেও দমদম থেকে সোনারপুরে শুটিং সেটে আসতেন । বাড়িতেই পরিচারিকার সাথে থাকতেন তিনি। বহু দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন । সেই সঙ্গে বার্ধক্যজনিত সমস্যা। অভিনেত্রীর মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৮৮। অভিনেত্রীকে দাহ করা হয় রাত ২.৩০ এর সময়।
আরও পড়ুন: Rajasthan Accident: রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনা, পুণ্যার্থী বোঝাই ভ্যানকে পিষে দিল ট্রাক!
শোকস্তব্ধ
অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবরে শোকস্তব্ধ টলিপাড়া। অভিনেত্রীর প্রয়াণে কান্নায় ভেঙে পড়েছেন পরিচারিকা। বহুদিন যাবত তিনি অভিনেত্রী বাসন্তীর সাথে সময় কাটিয়েছেন। তাঁর কথায়,’ হঠাৎ চলে গেলেন । নতুন কোনও সমস্যা ছিল না। ‘ তবে ওই পরিচারিকার মতে, দীর্ঘদিন অভিনেত্রী কষ্ট সহ্য করেছেন। মৃত্যুর পর যেন শান্তি পান। বলা যেতে পারে, থিয়েটার থেকে সিনেমাতে দাপটের সঙ্গে কাজ করে গিয়েছেন অভিনেত্রী। টলিপাড়া হারিয়ে ফেলল আবারও একই প্রতিভাবান শিল্পীকে। তবে বাসন্তী চট্টোপাধ্যায় সকলের মনে বেঁচে থাকবেন তাঁর অসাধারণ অভিনয় গুণে ।