ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ঘুমের ঘোরেও নাচতে থাকেন! হঠাৎ এমন কথা সবার সামনেই বললেন দেব (Dev)। পাশাপাশি বড় ভবিষ্যৎবাণী করলেন ‘বিনোদিনী’ নিয়ে (Dev-Rukmini)। ইতিমধ্যেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে রুক্মিণীর ‘বিনোদিনী-এক নটীর উপাখ্যান’ (Binodiini – Ekti Natir Upakhyan) ছবি। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন রুক্মিণী।
নতুন নৃত্যশৈলী শিখেছেন রুক্মিণী (Dev-Rukmini)
এই ছবিটি আলোচনায় আসার পর থেকেই, সবাই জেনে গিয়েছে ‘ বিনোদিনী’ একটা লড়াইয়ের জয় (Dev-Rukmini)। ছবিটা তৈরি থেকে শুরু করে মুক্তি পর্যন্ত। একটা কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে গোটা ছবির টিমকে। বিশেষ করে অবদান রয়েছে রুক্মিণী এবং পরিচালক রামকমল মুখার্জির। প্রায় ছয় বছরের একটা লড়াই। সেই ২০১৯ সালে, পরিচালক রামকমল মুখার্জির তরফ থেকে রুক্মিণী এই ছবির প্রস্তাব পেয়েছিলেন। তখন থেকেই শুরু করে পুরোদমে প্রস্তুতি। নতুন নৃত্যশৈলী শিখতে হয়েছে তাঁকে। কানহা গানে রুক্মিণীকে দেখে বোঝাই যাচ্ছে, এই চরিত্রটি ফুটিয়ে তুলতে কড়া হোমওয়ার্ক করেছেন তিনি। টানা পাঁচ বছর নাচের প্রশিক্ষণ নিয়েছেন, কত্থক শিখেছেন। এর আগেও অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল, প্রথম প্রথম নাচের ক্লাসে পাজামা ছিঁড়ে যেত। পায়ে কালশিটে দাগ পড়ত, তবে দমে যাননি।
দেবের বক্তব্য (Dev-Rukmini)
সম্প্রতি ‘বিনোদিনী’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেব ফাঁস করলেন, রুক্মিণীর কিছু কথা (Dev-Rukmini)। দেবের কথায় রুক্মিণী বিনোদিনী চরিত্রের সঙ্গে নিজেকে রীতিমত একাত্ম করে দিয়েছেন। যার কারণে রাতে ঘুমের ঘোরেও হাতে নাচের মুদ্রা ফুটিয়ে তোলেন অভিনেত্রী। এই কথাটা বলে কিছুটা যেন লজ্জায় পড়ে গিয়েছিলেন দেব।।ততক্ষণে সামলে নিয়ে সঙ্গে সঙ্গে বলেন, “না না ওর মা জানিয়েছেন। নইলে আমি কি করে জানব?” তারপর পরিচালকের উদ্দেশ্যে দেব বলেন, “রামকমল মুখার্জি আগে হিন্দি ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন ঠিকই, তবে এবার বাংলা ছবি ‘বিনোদিনী’ তাঁকে আরেকটি জাতীয় পুরস্কার এনে দেবে বলে আমার বিশ্বাস”।
আরও পড়ুন: Chandramouli Biswas: ৪৮ এই থামল জীবন, আত্মঘাতী রূপমের প্রাক্তন সহকর্মী চন্দ্রমৌলি
পর্দায় বিনোদিনীর বঞ্চনার জীবন কাহিনী
প্রসঙ্গত এর আগে ‘এক দুয়া ‘ সিনেমার জন্য রামকমল জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তারপর বিনোদিনী ছবির ঝলক সামনে আসতেই অনেকেই পরিচালককে আখ্যা দিচ্ছে টলিউডের সঞ্জয় লীলা বনশালি বলে। নটী বিনোদিনীকে নিয়ে টলিউডের পর্দায় সেভাবে কাজ হয়নি। প্রায় তিন দশক পর রামকমল সেই চরিত্রটি নিয়ে কাজ করলেন। বিনোদিনীর বঞ্চনার জীবন কাহিনী পর্দায় তুলে ধরেছেন। আর সেই চরিত্রকে পর্দায় ফুটিয়ে রাখতে বিন্দুমাত্র খামতি রাখেননি রুক্মিণী।

আরও পড়ুন: Tiku Talsaniya: হৃদরোগে আক্রান্ত হয়ে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি টিকু তালসানিয়া!
ট্রেলারে পরিশ্রমের ছাপ
বিনোদিনীর বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে নৃত্যশৈলী তাঁকে আত্মস্থ করতে হয়েছে। ট্রেলারে স্পষ্ট, চরিত্রটি ফুটিয়ে তুলতে রুক্মিণীকে ঠিক কতটা পরিশ্রম করতে হয়েছে। ছবিটিতে গিরিশ ঘোষের চরিত্রে দেখা যাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। রঙ্গবাবুর চরিত্রে রয়েছেন অভিনেতা রাহুল বসু। ব্যবসায়ী গুরমুখ রাইর চরিত্রে রয়েছেন মীর আফসার আলী। বিনোদিনীর প্রেমিকের চরিত্রে রয়েছেন ওম সাহানি।