Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দু’জনের মধ্যে পর্বটি শুরু হয়েছিল (Journalist Trolled by Shubman Gill) বিবিসির ক্রিকেট সাংবাদিক জো উইলসন, শুভমান গিলের কাছে ভেন্যুতে ভারতের খারাপ রেকর্ডের কথা তুলে ধরার মাধ্যমে।
ঠান্ডা মেজাজের অধিনায়ক, তবে সময়মতো জবাব দিতে জানেন (Journalist Trolled by Shubman Gill)
শুবমান গিলকে মাঠে বরাবরই শান্ত এবং সংযত দেখতে পাওয়া যায় (Journalist Trolled by Shubman Gill)। তবে প্রয়োজন হলে তিনি যে খোলাখুলি জবাব দিতেও পিছপা হন না, তা আরও একবার প্রমাণিত হলো এজবাস্টনে দ্বিতীয় টেস্টের পর সাংবাদিক সম্মেলনে। ম্যাচ শেষে তিনি কটাক্ষ করলেন বিবিসির এক সাংবাদিককে, যিনি ম্যাচের আগে ভারতের রেকর্ড নিয়ে তাঁকে প্রশ্ন করেছিলেন। এই ঘটনার সূত্রপাত হয়েছিল সাংবাদিক জো উইলসনের একটি প্রশ্ন দিয়ে। উইলসন শুবমানকে মনে করিয়ে দিয়েছিলেন যে ভারত আগে কখনো এজবাস্টনে টেস্ট জেতেনি। ম্যাচের আগে গিল তাঁর প্রশ্নের উত্তর বিনয় সহকারে দিয়েছিলেন। কিন্তু ভারত ঐতিহাসিক জয় পাওয়ার পর আর চুপ থাকেননি।
“আমার প্রিয় সাংবাদিক কোথায়?” (Journalist Trolled by Shubman Gill)
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এক ভারতীয় সাংবাদিক সেই একই প্রশ্নের প্রসঙ্গ তোলার পর গিল রসিকতা করে বলেন (Journalist Trolled by Shubman Gill), “আমি আমার প্রিয় সাংবাদিককে দেখতে পাচ্ছি না। উনি কোথায়? আমি ওনাকে দেখতে চেয়েছিলাম।” তাঁর এই বক্তব্য উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাসির রোল তোলে।
আরও পড়ুন: Shubman Gill Test Ranking: ইতিহাস গড়ে সেরা দশে শুবমান গিল, এক নম্বরে হ্যারি ব্রুক
“আর কখনো গিলকে উজ্জীবিত করব না” — জো উইলসন
ঘটনার কয়েকদিন পর রেভস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে উইলসন বলেন, “আমি আর কখনো ওকে উজ্জীবিত করব না।” লর্ডস টেস্টের আগে তিনি আর তেমন প্রশ্ন করবেন কিনা জানতে চাইলে উইলসন বলেন, “আমি বলব না এমন কিছু যা ওকে মোটিভেট করে। গিল একজন ভদ্রলোক। সব প্রশ্নের উত্তর দেন বুদ্ধিমত্তা আর মর্যাদার সঙ্গে। তিনি মিডিয়ার সামনেও অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন।”
পরিসংখ্যান
মাঠ ও মাঠের বাইরে গিলের কাছ থেকে জবাব পাওয়ার পর উইলসন স্বীকার করে নেন যে পরিসংখ্যান সব সময় সঠিক চিত্র তুলে ধরে না। তিনি বলেন, “ক্যাপ্টেন যেটা বলেছেন, সেটাই যুক্তিসঙ্গত। ৭০ ও ৮০–র দশকে ভারতীয় টেস্ট দলের চেহারাই ছিল আলাদা। তখন বিদেশ সফরে জয়ের প্রত্যাশা নিয়ে তারা মাঠে নামত না। এখন দল জয়ের জন্যই নামে। হতে পারে পরিসংখ্যান ওকে প্রভাবিত করেছিল বা সেটাই ওর অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। কারণ, আমরা তো গুনে শেষ করতে পারছি না গিল কত রেকর্ড ভেঙেছে। এখন ইংল্যান্ডের কোচদের কাছে এক নম্বর প্রশ্ন, ‘কীভাবে আউট করব শুবমান গিলকে?’”