ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৪৫০ কোটির কেলেঙ্কারির তদন্তে গুজরাট সিআইডি ক্রাইম ব্রাঞ্চ ভারতীয় ক্রিকেটার শুভমান গিলসহ (Shubman Gill) চার গুজরাট টাইটান্সের খেলোয়াড়কে তলব করতে পারে। গিল ছাড়াও এই তালিকায় রয়েছেন সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং মোহিত শর্মা।
পঞ্জি স্কিমের মূল পান্ডা ভূপেন্দ্রসিং ঝালার স্বীকারোক্তি (Shubman Gill)
আহমেদাবাদ মিররের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পঞ্জি স্কিমের প্রধান ভূপেন্দ্রসিং ঝালার জিজ্ঞাসাবাদের পর এই তথ্য সামনে এসেছে। ঝালা স্বীকার করেছে যে, ওই ক্রিকেটারদের (Shubman Gill) থেকে নেওয়া বিনিয়োগের টাকা সে ফেরত দেয়নি।
কী বলছে সিআইডি (Shubman Gill)
সিআইডি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আইপিএলে গুজরাট টাইটান্সের নেতৃত্ব দেওয়া শুভমান গিল (Shubman Gill) ১.৯৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। অন্যদিকে, মোহিত, তেওয়াটিয়া এবং সুদর্শন তুলনামূলকভাবে ছোট পরিমাণে বিনিয়োগ করেছিলেন।
আরও পড়ুন: Gambhir-Pujara: হেরে বিস্ফোরক গম্ভীর! চেয়েছিলেন পুজারাকে, রাজী হয়নি বিসিসিআই
কোথায় শুভমান?
বর্তমানে শুভমান গিল অস্ট্রেলিয়ায় ভারতীয় টেস্ট দলের সঙ্গে রয়েছেন। সিআইডি জানিয়েছে, সমস্ত ক্রিকেটারদের একসঙ্গে পরবর্তী তারিখে তলব করা হবে। মোহিত শর্মার প্রতিক্রিয়া জানতে চাইলেও তিনি কোনও মন্তব্য করেননি।
ভূপেন্দ্রসিং ঝালা কে?
সাবরকাঁঠার হিম্মতনগরের বাসিন্দা ঝালা ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় ১৭টি অফিস খুলে ১১ হাজার বিনিয়োগকারীর থেকে ৪৫০ কোটি টাকা সংগ্রহ করে। গিল ও অন্য তিন ক্রিকেটার এই ১১ হাজার বিনিয়োগকারীর মধ্যে রয়েছেন।
সিআইডি-ক্রাইমের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল পরিক্ষিতা রাঠোর জানিয়েছেন, ঝালা তার প্রতিষ্ঠান “বিজেড ফিনান্সিয়াল সার্ভিসেস”-এর মাধ্যমে বিনিয়োগকারীদের বেশি রিটার্ন দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করত।
পুলিশ জানায়, ঝালা প্রায় এক মাস পলাতক ছিল এবং ২৭ ডিসেম্বর মেহসানা জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে ৪ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: Yashasvi Jaiswal Wicket: জশস্বী জয়সওয়ালের বিতর্কিত আউট প্রসঙ্গে কী বললেন মাইকেল ভন?
ঝালার প্রতারণার ধরণ
রাঠোর জানান, ঝালা প্রায় ১০০ কোটির টাকার অস্থাবর ও স্থাবর সম্পত্তি কিনেছে, তবে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেয়নি। “১১ হাজার বিনিয়োগকারীর মধ্যে ১০ জনের থেকে ১ কোটির বেশি বিনিয়োগ নেওয়া হয়েছিল। তার এজেন্টদের ভূমিকা ও সম্পত্তির বিষয়ে তদন্ত চলছে,” তিনি জানান।
প্রতিশ্রুতি
সিআইডি আরও জানায়, ঝালা বিনিয়োগকারীদের বছরে ৩৬ শতাংশ রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিত। প্রথমে বিনিয়োগকারীদের বিশ্বাস অর্জনের জন্য রিটার্ন দেওয়া হলেও পরে টাকা ফেরত দেওয়া বন্ধ করে দিত। কমিশনের ভিত্তিতে এজেন্ট নিয়োগ করে সে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করত।
কত গ্রেফতার?
এই ঘটনায় ঝালা ছাড়াও আরও সাতজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।