ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবার বিশেষ সাধারণ সভা ডাকল ভারতীয় বোর্ড। দু’মাসের মধ্যে দ্বিতীয় বার বিশেষ সাধারণ সভা ডাকল বিসিসিআই(BCCI)। আগামী ১ মার্চ মুম্বইয়ে হবে বোর্ডের বিশেষ সাধারণ সভা। এই সভায় বোর্ডের নতুন যুগ্ম সচিব মনোনীত হবেন। দেবজিৎ শইকিয়া বিসিসিআই সচিব মনোনীত হওয়ায় খালি হয়েছে যুগ্ম সচিবের পদ।
যুগ্ম সচিব নির্বাচনের দিনক্ষণ ঘোষণা(BCCI)
জয় শাহের উত্তরসূরি আগেই পেয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। জানুয়ারি মাসের শুরুতেই দেবজিৎ সাইকিয়া সচিব এবং কোষাধ্যক্ষ পদে প্রভতেজ সিংহ ভাটিয়া আসীন হয়েছেন । গত ১ ডিসেম্বর থেকে দেবজিৎ অস্থায়ীভাবে সচিব পদে কাজ করছিলেন। কিন্তু দেবজিৎ সাইকিয়া সচিব হওয়া বিসিসিআইয়ের যুগ্ম সচিব পদটি ফাঁকা হয়েছে। এবার সেই শূন্যস্থান পূরণ করতে উদ্যোগী হল বিসিসিআই। সেই শূন্যস্থান পূরণ করার জন্যই আগামী ১ মার্চ বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে। বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে বোর্ড যে নোটিস পাঠিয়েছে, তাতে ১ মার্চের সভার আলোচ্য সূচিতে শুধু একটি বিষয়ই রয়েছে। নিয়ম অনুসারে এজিএমের ২১ দিন আগে নোটিশ দিতে হয়। সেই মতোই ঘোষণা করা হল দিনক্ষণ। আগামী ১লা মার্চই বোর্ডের নতুন যুগ্ম সচিব নির্বাচন হতে চলেছে।
দ্বিতীয় বার বিশেষ সাধারণ সভা বিসিসিআইয়ের(BCCI)
এই নিয়ে দু’মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয় বার বিসিসিআইয়ের(BCCI)বিশেষ সাধারণ সভা হচ্ছে। গত ১২ জানুয়ারির বিশেষ সাধারণ সভায় বোর্ডের সচিব হিসাবে মনোনীত হয়েছিলেন দেবজিৎ। একই সভায় নতুন কোষাধ্যক্ষ মনোনীত হয়েছিলেন প্রভতেজ সিংহ ভাটিয়া। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডে তাঁর পরিবর্তে কে চেয়ারে বসবেন তা নিয়ে জল্পনা ছিল।
আরও পড়ুন: India vs England 1st ODI: এবার নতুন বেশে কোহলিরা, আরও স্পষ্ট পতাকার রং, প্রকাশ্যে ভারতের নতুন জার্সি
কে হবেন নতুন যুগ্ম সচিব?
এখন প্রশ্ন হচ্ছে জয় শাহের উত্তরসূরি হয়েছেন দেবজিৎ সাইকিয়া, এবার তাঁর পরিবর্তে কে আসবেন দায়িত্বে? বিসিসিআইয়ের নতুন যুগ্ম সচিব হিসাবে তিন জনের নাম শোনা যাচ্ছে। এই তিন জনের মধ্যে এক জন দায়িত্ব পেতে পারেন। দৌড়ে রয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া, দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলি এবং মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঞ্জয় নায়েক। নতুন যুগ্ম সচিব বেছে নেওয়ার জন্য ভোটাভুটি হবে না। বিশেষ সাধারণ সভা থেকে মনোনীত করা হবে। উল্লেখ্য, বোর্ড সচিবের পর যুগ্ম সচিবের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: Mohun Bagan beats Punjab FC: পঞ্জাবকে ৩ গোলে হারিয়ে প্লে-অফে মোহনবাগান সুপার জায়ান্ট