Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বে মাঠে নামছে ভারতীয় দল। তবে জল্পনা বাড়ছে গিলকে সহ অধিনায়কের পদ দেওয়ার বিষয়ে (BCCI)। বোর্ডের এই সিদ্ধান্তের পিছনে কি আছে অন্য সমীকরণ?
বোর্ডের সিদ্ধান্তে জল্পনা বাড়ছে (BCCI)
আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেট এশিয়া কাপ। ভারত মাঠে নামছে ১০ তারিখ। তবে তার আগে যেন বিতর্ক পিছু ছাড়ছে না। শুভমান গিল জায়গা পেয়েছেন এশিয়া কাপের দলে। তার কাঁধেই রয়েছে সহ অধিনায়কের ভার। আর সেই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। দলে সিনিয়র প্লেয়ার থাকা সত্ত্বেও গিলকে দেওয়া দায়িত্ব নিয়ে অনেকের মনেই দেখা দিয়েছে প্রশ্ন (BCCI)।
অনেকের মতে এর নেপথ্যে আছে অন্য কারণ। সেই নিয়েই এখন চর্চা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সূর্যকুমারের ব্যাটে অনেকদিন রান না আসার কারণে কি তার উপর চাপ বাড়াতে ঘুরিয়ে বার্তা দিতে চাইছে বোর্ড?

টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে তিনি জয় পেয়েছেন ৮০ শতাংশ ম্যাচে, তাকেই কি অধিনায়কের পদ থেকে ছেঁটে ফেলতে চাইছে BCCI? অনেকের ধারণা সিরিজ জেতার পাশাপাশি ব্যাটে রান পাওয়াও গুরুত্বপূর্ণ। দলের অধিনায়ক হওয়ার পর ব্যাটে রান আসছে না সূর্যর আর সেই কারণেই তাকে বার্তা দিতে বোর্ডের এই সিদ্ধান্ত বলেই মনে করছেন ক্রিকেটেপ্রেমীরা।

আরও পড়ুন: Korean Skin: বাড়িতে বসেই গ্লাস স্কিন পেতে চান! কিন্তু কিভাবে?
সূর্যকুমার যাদবের পরিসংখ্যান: অধিনায়ক হওয়ার পূর্বে ভারতের হয়ে ৬১ ম্যাচে ২০৪০ রান করেছিলেন সূর্যকুমার যাদব, গড় ৪৩.৪০। যার মধ্যে ছিল তিনটি শতরান ও ১৭টি অর্ধ শতরান। তবে অধিনায়ক হওয়ার পরেই ২২ ম্যাচে মাত্র ২৬.৫৭ গড়ে এসেছে ৫৫৮ রান।
তবে আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। ১৬ ইনিংসে ১৬৮ স্ট্রাইক রেটে করেন ৭১৭ রান। তবে সবচেয়ে চিন্তায় রেখেছে দেশের জার্সি গায়ে শেষ সিরিজে তিনি তেমন রান পান নি আর তার সেই ফর্ম নিয়ে বাড়ছে চিন্তা। ৫ ম্যাচে তার ব্যাটে এসেছে মাত্র ২৮ রান। এর মধ্যে একটা ম্যাচে রয়েছে ২১ রান এবং শূন্য রানে ফেরেন দুই ম্যাচে। বাকি দুই ম্যাচে মোট ৭ রান। তাই অনেকের ধারণা পরোক্ষভাবে সূর্যকুমার যাদবকে ব্যাটিংয়ে উন্নতির বার্তা দিতে চাইছে বোর্ড (BCCI)।