ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সীমান্তে সাম্প্রতিক শত্রুতার পর পাকিস্তানকে একঘরে করার লক্ষ্যে (Asia Cup) বিসিসিআই কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতিতে চাপে ক্রিকেটের ভবিষ্যৎ (Asia Cup)
সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে বাড়তে থাকা শত্রুতার প্রভাব এবার পড়তে চলেছে দুই দেশের ক্রিকেট সম্পর্কের উপরেও (Asia Cup)। এতদিন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধই ছিল। এবার সেই রাজনৈতিক টানাপোড়েনের কারণে বহুজাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলিও প্রশ্নের মুখে পড়ছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি-র সভাপতি বর্তমানে পাকিস্তানের একজন মন্ত্রী, মোহসিন নকভি। এই অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই চিন্তাভাবনা করছে ২০২৫ সালের এশিয়া কাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার।
ভারতে এশিয়া কাপ, তবু পাকিস্তান ম্যাচ ছাড়া আর্থিক গুরুত্ব কম (Asia Cup)
২০২৫ সালের এশিয়া কাপ (Asia Cup) অনুষ্ঠিত হওয়ার কথা ভারতে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না হলে এই টুর্নামেন্ট আর আগের মতো গুরুত্ব পাচ্ছে না। শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের মতো দলগুলি এই টুর্নামেন্ট থেকে কিছুটা আর্থিক লাভ করে বটে, তবে ভারত-পাকিস্তান ম্যাচই সবথেকে বড় আকর্ষণ।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিসিসিআই এশিয়া কাপ নিয়ে আর আগ্রহী নয়। এর প্রভাব পড়বে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আর্থিক অবস্থার উপরও। কাউন্সিলের বর্তমান সভাপতি মোহসিন নকভি একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান।
আরও পড়ুন: Mohammed Shami: রোহিত, বিরাটের পর এবার শামি! টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তারকা পেসার?
এর আগে এই পদে ছিলেন বিসিসিআই-এর প্রাক্তন সচিব জয় শাহ। তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র চেয়ারম্যান হওয়ায় পদ ছেড়েছেন।
“পাকিস্তানি মন্ত্রীর নেতৃত্বে টুর্নামেন্টে ভারত খেলবে না”
একজন বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, “একটি টুর্নামেন্ট যার সভাপতি পাকিস্তানের মন্ত্রী, সেখানে ভারতীয় দল খেলতে পারে না। এটা দেশের মনোভাব। আমরা মৌখিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছি যে, আমরা আপাতত আসন্ন উইমেন্স ইমার্জিং টিমস এশিয়া কাপে অংশ নিচ্ছি না। ভবিষ্যতেও তাদের টুর্নামেন্টে আমাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আছে। আমরা নিয়মিতভাবে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি।”
ভারতীয় স্পনসরদের মধ্যে দোলাচল
এশিয়া কাপে বেশিরভাগ স্পনসর আসে ভারত থেকে। এখন দেশের মধ্যে পাকিস্তান-বিরোধী মনোভাব থাকায় এই টুর্নামেন্ট আয়োজন করা বিসিসিআই-এর পক্ষে কঠিন হয়ে পড়েছে। ২০২৪ সালে Sony Pictures Networks India (SPNI) এশিয়া কাপের মিডিয়া রাইটস কিনেছিল ১৭০ মিলিয়ন মার্কিন ডলারে। কিন্তু এবছর যদি এশিয়া কাপ না হয়, তবে সেই চুক্তি নতুনভাবে সাজাতে হবে।
আরও পড়ুন: IPL 2025 Schedule: ১৭ মে আবার শুরু আইপিএল, ফাইনাল ৩ জুন, গ্রুপের বাকি ম্যাচ ৬ ভেন্যুতে
২০২৩ সালে হাইব্রিড মডেল, ভারত চ্যাম্পিয়ন হয়েছিল
২০২৩ সালের এশিয়া কাপ আয়োজিত হয়েছিল হাইব্রিড মডেলে। টুর্নামেন্টের কিছু ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। ফাইনালে কলম্বোতে ভারত জিতে নিয়েছিল শিরোপা। পাকিস্তান ফাইনালে উঠতেই পারেনি। এই পরিস্থিতিতে এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ভারত যদি সত্যিই টুর্নামেন্ট থেকে সরে যায়, তবে তা দক্ষিণ এশিয়ার ক্রিকেট সম্পর্কের জন্য বড় ধাক্কা হবে।