ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দু’-একটা নয়, এক ঝাঁক মৌমাছি হামলায় শোরগোল পড়ে গিয়েছে সুরাট বিমানবন্দরে(Bee Swarm)। বিমানে উঠে পড়েছিলেন যাত্রীরা। তোলা হয়ে গিয়েছিল লাগেজও। কিন্তু তারপরেও বিমানবন্দরে ঠায় দাঁড়িয়ে রইল ইন্ডিগোর বিমান। এক ঝাঁক মৌমাছির আক্রমণে মাটি ছেড়ে উড়তেই পারল না বিমানটি। এদিকে, কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট টেকঅফ করার কথা।কিন্তু টেকঅফের আগে মৌমাছির ঝাঁককে তাড়াতে হবে। শেষে দমকলকে ছুটে আসতে হল। মৌমাছি তাড়াতে রীতিমতো কালঘাম ছুটল সকলের। কিন্তু নির্ধারিত সময়ে আকাশে উড়তে পারল না বিমানটি।
ঘটনার সূত্রপাত (Bee Swarm)
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাট বিমানবন্দরে(Bee Swarm)। সুরাট থেকে রাজস্থানের জয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিল ইন্ডিগোর বিমানটি। ভোর ৪টে ২০ মিনিটে টেক অফের কথা ছিল বিমানটির। সেই মতো মালপত্র তোলা হয়ে গিয়েছিল। বিমানে নিজ নিজ আসনেও বসে পড়েছিলেন যাত্রীরা। কিন্তু বিমানটি আকাশে ওড়ার কিছু মুহূর্ত আগেই বাধে বিপত্তি। হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছির দল দল ছেঁকে ধরে বিমানটিকে। বিমানের যে অংশে লাগেজ তোলা হয়, তার দরজাটি বন্ধ করা বাকি ছিল। টেক অফের ঠিক আগেই সেই দরজাটি ছেঁকে ধরে মৌমাছির দল।আর এমন পরিস্থিতি দেখে বিমানবন্দরের কর্মীরা পর্যন্ত ভয়ে দরজার কাছে পৌঁছতে পারছিলেন না। সেই অবস্থায় আকাশে ওড়ারও উপায় ছিল না বিমানটির।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Bee Swarm)
ইতিমধ্যে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়(Bee Swarm)। ভিডিওতে দেখা গেছে, বিমানটির দরজার উপর ভন ভন করছে মৌমাছির দল। দূর থেকে সেই দৃশ্য দেখছেন বিমানবন্দরের কর্মীরা। মৌমাছি তাড়াতে প্রথমে ধোঁয়া ব্যবহার করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু ধোঁয়ার পরোয়াই করছিল না মৌমাছির দল। বাধ্য হয়ে এরপর ডাকা হয় দমকল বাহিনীকে।
আরও পড়ুন- Thackeray Brothers: ‘পটক পটক কে মারেঙ্গে!’ ঠাকরে ভাইদের হুঁশিয়ারি সাংসদের, অস্বস্তিতে বিজেপি
সুরাট বিমানবন্দরে হুলস্থুল (Bee Swarm)
দমকলের একটি ইঞ্জিন রানওয়েতে পৌঁছে লাগেজের দরজায় হোস পাইপ দিয়ে জল ছেটাতে শুরু করে(Bee Swarm)। তাতে বিমানবন্দরে কার্যত হুলস্থুল পড়ে যায়। জল দেখে আরও মৌমাছি এসে জড়ো হয়। বিমানবন্দরের কর্মীরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেন। আশঙ্কিত হয়ে পড়েন বিমানের যাত্রীরাও। এভাবে প্রায় এক ঘণ্টা চলার পর, মৌমাছির কবল থেকে মুক্তি পায় বিমানটি। ততক্ষণে বেজে গিয়েছে ৫টা ২৬। ওই এক ঘণ্টা বিমানের মধ্যেই আটকে ছিলেন যাত্রীরা। এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন-US President: ভারতের আপাতত স্বস্তি! নয়া শুল্কনীতি কার্যকরের সময়সীমা বৃদ্ধি ট্রাম্পের
স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুসরণ (Bee Swarm)
ইন্ডিগোর এক মুখপাত্র বলেছেন, ‘মৌমাছির জন্য ৬ই-৭৮৪ সুরাট-জয়পুরগামী ফ্লাইট ছাড়তে দেরি হয়েছিল (Bee Swarm)। তবে এই ঘটনা আমাদের নিয়ন্ত্রণে ছিল না। এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুসরণ করা হয়েছিল।’ অন্যদিকে সুরাট বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, এই প্রথম সেখানে এমন ঘটনা ঘটল। আগামী দিনে যাতে এমন কিছু না ঘটে, তার ব্যবস্থা করা হচ্ছে। এর আগে, মুম্বই থেকে বরেলী যাওয়ার পথেও মৌমাছির আক্রমণের শিকার হয় ইন্ডিগোর একটি বিমান। প্রায় ২.৩০ ঘণ্টা পর বিমান টেক অফ করে।
