Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা ভাষাকে বাঁচানোর জন্য চারিদিকে যখন আন্দোলন শুরু হয়েছে, সেই সময় বাংলার প্রেক্ষাগৃহ গুলোতেও বাংলা সিনেমার জায়গা করে দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছিল (Bengali Cinema)। গত বৃহস্পতিবার পরিচালক, প্রযোজক, ডিস্ট্রিবিউটার, শিল্পীরা সহ তাবড় তাবড় ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন নন্দনে। বাংলার প্রেক্ষাগৃহে বাংলা সিনেমার সময় দেওয়া নিয়ে শুরু হয় আলোচনা। এবার, এক সপ্তাহের মাথায় ঠিক হল বাংলার প্রেক্ষাগৃহে বাংলা সিনেমা বাধ্যতামূলক। আলোচনাতে কী কী ঠিক করা হয় ? কারা ছিলেন আলোচনাতে ?
আসলে হিন্দি সিনেমার দাপট বেড়ে গিয়েছিল হল গুলিতে । বাংলার প্রেক্ষাগৃহ গুলিতে বাংলা সিনেমার জন্য বরাদ্দ সময় ছিল খুবই কম। ফলে বাংলা সিনেমা গুলি বাণিজ্যিক দিক দিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছিল। এমনকি মেগা বাজেট হিন্দি সিনেমার জন্য মাঝে মাঝে বাংলা ছবিকে হল থেকে উৎখাত করা হত। আর এসবই প্রভাব পড়ত বাংলা ছবির ক্যাশ বাক্সে। ধীরে ধীরে যেন বাংলার প্রেক্ষাগৃহে বাংলা ছবি কোণঠাসা হয়ে পড়ে। সাথে বাংলার পরিচালক, প্রযোজক, শিল্পীরাও কাজ হারানোর আশঙ্কায় থাকে (Bengali Cinema)।
প্রাইম টাইম (Bengali Cinema)
গত বৃহস্পতিবার বাংলা সিনেমা জন্য আলোচনায় বসেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), দেব (Dev ),কৌশিক গাঙ্গুলী (Kaushik Ganguly), সৃজিত মুখার্জি (Srijit Mukherji),নিসপাল সিংহ রানে ,( Nispal Singh) রানা সরকার ( Rana Sarkar),শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও আরও অনেকেই। সেই আলোচনার সিদ্ধান্ত জানানো হয়।
আলোচনাতে ঠিক হয় ,বছরে ৩৬৫ দিন রাজ্যের সকল মাল্টিপ্লেক্স , সিনেমা হলে প্রাইম টাইমে একটি করে বাংলা সিনেমা চালাতে হবে। প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষদের উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়। প্রাইম টাইম বলতে দুপুর তিনটে থেকে রাত ন’টা পর্যন্ত সময়। আর এই সময় একটি করে বাংলা সিনেমা চালাতে হবে (Bengali Cinema)।

বরাদ্দ সময় (Bengali Cinema)
সরকারের পক্ষ থেকে এমন খবরে খুশি টলিপাড়া। অর্থাৎ বাংলা সিনেমাকে আর কম্প্রোমাইজ করতে হবে না। অন্যান্য সিনেমার মত বাংলা সিনেমার জন্যও সময় বরাদ্দ থাকবে। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) মনে করেন , সরকারের এই সিদ্ধান্তে বাংলার পরিধি অনেকটাই বেড়ে গেল। প্রচুর মানুষ কাজের সুযোগ পাবেন। সরকারের এই সিদ্ধান্ত একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas)।

সিদ্ধান্তে আসা (Bengali Cinema)
তবে অনেকেই মনে করছেন সরকারের এমন সিদ্ধান্ত হল কর্তৃপক্ষ মানবেন কেন ? কারণ হতেও পারে বাংলা সিনেমা হয়তো লাভজনক ব্যবসা করতে পারল না। তখন কী উপায় ? এমন প্রশ্নের উত্তরে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস ও এসভিএফ এর পক্ষ থেকেও জানানো হয়, কোনও কিছুই চাপিয়ে দেওয়া নয়। কারণ এ সমস্ত আলোচনা হয়েছে সর্বসম্মত মিলে। দীর্ঘ আলোচনা করেই সিদ্ধান্তে আসা গিয়েছে। এছাড়াও এমন সিদ্ধান্তে বাংলা সিনেমার কাছে এক বিশাল সুযোগ পাওয়ার মতো বলে মনে করছেন সিনেমা জগতের মানুষজন।
আরও পড়ুন: Kangana Ranaut: কীসের রাগ জয়া বচ্চনের? ক্ষেপে লাল কঙ্গনা রানওয়াত
নতুন নতুন কাজে আগ্রহ (Bengali Cinema)
অবশ্য প্রাইম টাইমের সুযোগ পাওয়ায় নতুন নতুন বাংলা ছবি বা সিনেমা করার আগ্রহ বাড়বে। অর্থাৎ কর্মসংস্থান বাড়বে অনেকটাই ,বলে মনে করছেন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। এছাড়াও নতুন নতুন প্রযোজক ,পরিচালক যাঁরা কাজ করতে চাইছেন, তাঁদেরকেও পিছিয়ে যেতে হবে না বলে মত অনেকেরই (Bengali Cinema)।