ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রোশনাই ধারাবাহিকের টানা দেড় বছরের পথচলা শেষ হল। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি শো ‘রোশনাই’ (Roshnai)। বহুদিন ধরে শোনা যাচ্ছিল এই ধারাবাহিকটি বন্ধ হতে চলেছে। এবার সেই খবর সত্যি হল। খবরের সিলমোহর দিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী (Usashi Chakraborty) ও তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)। ধারাবাহিকে ‘সুরঙ্গমা’ চরিত্রে অভিনয় করতেন উষসী চক্রবর্তী (Usashi Chakraborty)। তাঁকে গরিমার মায়ের চরিত্রে দেখা যেত। আর রোশনাই চরিত্রে অভিনয় করতেন তিয়াসা লেপচা। বহুদিন ধরে একই সাথে কাজ করা স্বাভাবিকভাবেই খারাপ লাগা রয়েছে সকলের মধ্যে। তাই ধারাবাহিকের শেষ শুটিং হতে অভিনেত্রী অভিনেতাদের মন খারাপ। সাথে দর্শকরাও মিস করবে পর্দার রোশনাই ও আরণ্যকের কেমিস্ট্রি।
মুখ বদল (Roshnai)
ধারাবাহিকটিতে চরিত্রের মুখ বদল হয়েছিল বেশ কয়েকবার (Roshnai)। ‘রোশনাই’ চরিত্রে প্রথমে অনুষ্কা গোস্বামীকে (Anushka Goswami) অভিনয় করতে দেখা গিয়েছিল। পরে মুখ বদল হয়ে রোশনাই এর ভূমিকায় তিয়াসা লেপচাকে (Tiyasha Lepcha) দেখা যায়। আবার শেষের দিকে নতুন চরিত্রের সংযোজন করা হয়েছিল যেখানে ‘আয়ুষে’র ভূমিকায় ধ্রুব্রজ্যোতি সরকারকে (Dhruba Jyoti Sarkar) দেখা যেত। ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছে রোশনাই ও আরণ্যক।
মন খারাপ (Roshnai)
প্রায় সাত মাস মত ‘রোশনাই’ (Roshnai) ধারাবাহিকে কাজ করছেন তিয়াসা। তবে এত তাড়াতাড়ি সম্পর্ক ছিন্ন হবে তা তিনি ভাবতে পারেননি। তাই শেষ শুটিংয়ে চোখে জল অভিনেত্রী তিয়াসার। রোশনাই এর কথায়, ‘কোনও তাড়াহুড়ো নেই সকাল থেকে। প্রতিদিন ১৪ ঘন্টা শুটিং সেটে কেটে যায়। একদিন ছুটি থাকলে ভালো লাগতো। আজ একটু অন্যরকম। কাজ না থাকলে মন খারাপ হয়।’ আসলে দীর্ঘদিন একসাথে কাজ করতে করতে একটা পরিবারের মত হয়ে ওঠে। সব কিছুর উপর যেন একটা মায়া এসে যায়। তেমনি তিয়াসার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। অভিনেত্রীর খুব মনে পড়বে মেকাপের ঘরটা, এখানেই সর্বক্ষণ থাকতেন। একসঙ্গে খাওয়া দাওয়া ,গল্প করা সহ রয়েছে অনেক স্মৃতি। তবে পুরনো শেষ হয়ে নতুন আসার নামই তো জীবন। এমনটাই মনে করেন তিনি। ধারাবাহিকের শেষ সম্প্রচার সম্ভবত চলতি মাসের ২২ তারিখ।
আরও পড়ুন: Kunal Ghosh: রাজনীতি ছেড়ে অভিনয়ে ? নতুন সাধনায় কুনাল ঘোষ
দর্শকের অপেক্ষা
প্রসঙ্গত ধারাবাহিককে দেখা যায় আরণ্যকের ক্যান্সার আক্রান্ত হওয়ার পর রোশনাইকে সে বিয়ে করতে চায়। কারণ তাঁর হাতে আর বেশি সময় নেই। তাই তাঁর জীবনের শেষ দিনগুলো সে রোশনাই এর সাথে কাটাতে চায়। কিন্তু তারই মাঝে গরিমা জানায় সে মা হতে চলেছে। এই খবর শুনে রোশনাই নিজে কী করবে, ভাবতে না পেরে অরণ্যকের সাথে গরিমার আবার বিয়ে দেয়। এরই মধ্যে রোশনাই এর অপহরণের ট্র্যাক সামনে আসে। রোশনাইকে উদ্ধার করে আয়ুষ নিজের বাড়িতে নিয়ে আসে। তারপর কী হতে চলেছে দেখার অপেক্ষার দর্শক।
আরও পড়ুন: Rituparna Sengupta: ২৫ বছরের পুরনো ঘটনার কোপে ঋতুপর্ণা, হাজারো সমস্যায় অভিনেত্রী!
প্রথম থেকেই রয়েছে ভালোবাসা
‘রোশনাই’ ধারাবাহিক প্রথম থেকেই দর্শকদের কাছে জনপ্রিয় ছিল। গরিমা, আরণ্যক ও রোশনাই এর জীবনের ওঠা পড়া নিয়ে বেশ আগ্রহী ছিলেন দর্শক। তবে শেষ পর্বে কী হতে চলেছে, তা নিয়ে এখনও কৌতুহল রয়ে গিয়েছে দর্শকদের মধ্যে। অপরদিকে স্টার জলসায় খুব শীঘ্রই আসছে রানী ভবানী ধারাবাহিক। যেটির সম্প্রচার হবে ৭ জুলাই থেকে রাত সাড়ে আটটায়।