ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাগদান পর্ব নাকি আগেই হয়েছিল (Tom Holland)। উপস্থিত ছিল কাছের মানুষরা। এবার আর দেরি না করে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পর্দার স্পাইডারম্যান। হলিউডের এই নায়ক বিয়ে করবেন শুনে, অবাক অনুরাগীরা। যদিও গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে কি সেই জল্পনায় এবার সিলমোহর পড়তে চলেছে?
পাত্রী কে? (Tom Holland)
হলিউডের স্পাইডারম্যান (Spider man) টম হল্যান্ড (Tom Holland) । তিনি বিয়ে করবেন, আর পাত্রী নাকি মার্কিন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী জেনডেয়া মারি স্টোরমার কোলম্যান। চলচ্চিত্র দুনিয়া তাঁকে চেনে জেনডেয়া (Zendaya) নামে। হলিউডে এখন জোর গুঞ্জন উঠেছে। ইতিমধ্যেই দুই তারকা ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে দুজনে বাগদান পর্ব সেরে ফেলেছেন। এবার বিয়ে সারার পালা।
বহুদিনের বন্ধুত্ব (Tom Holland)
দু’জনের বন্ধুত্ব বহুদিনের। সেই ২০১৬ সালে স্পাইডারম্যান (Tom Holland) ছবির সেটে প্রথম আলাপ হয়েছিল টম আর জেনডেয়ার। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব বাড়তে থাকে। বছর চারেক পর, একটি অনুষ্ঠানে তাঁদের দেখা যায় প্রকাশ্যে চুম্বন করতে। তারপর থেকে চারিদিকে গুঞ্জন ছড়িয়ে যায়। পর্দার এই জুটি নাকি বিয়ে করতে চলেছেন। এমনকি বাগদানের খবর ছড়াতে শুরু করে। আগামীতে ক্রিস্টোফার নোলানের ছবি ওডিসিতে এই জুটিকে একসঙ্গে দেখতে পাবেন।
আরও পড়ুন: Salman Safety: বিষ্ণই গ্যাংয়ের নিশানায় সলমন! বাড়ানো হল ভাইজানের নিরাপত্তা!
জেনডায়ার অনামিকায় হিরের আংটি
বিয়ের জল্পনা জোর হয় গোল্ডেন গ্লোবের মঞ্চে। সেখানে জেনডেয়াকে দেখা গেল একেবারে অপরূপ সাজে। এই তারকার হাতে ঝলমল করছে হিরের আংটি, তাও আবার অনামিকায়। পরনে গাউন। ভক্তদের ভিড়ে স্বাভাবিক ভাবেই নতুন করে আলোচনা শুরু হল, তাহলে কি সত্যি সত্যি টমের সঙ্গে জেনডেয়ার বাগদান হয়ে গিয়েছে?

বছর ২৮ এর এই দুই তারকা ক্রিসমাসের সময় আমেরিকায় পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন। গুঞ্জন শোনা যায়, তখনই ক্রিসমাস থেকে নিউ ইয়ার ইভের মধ্যে, টম মনের কথা জানান জেনডেয়াকে। সেই জল্পনা বাড়িয়ে দেয় গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে জেনডেয়ার আঙুলে ঝলমল করা হিরের আংটি। তবে বলে রাখা ভালো, এত জল্পনার পরেও কিন্তু হলিউডের এই দুই তারকা জল্পনায় কোনও সিলমোহর দেননি।
আরও পড়ুন: Mukhoshe Manushe Khela: মুখোশের আড়ালে মানুষের খেলা, নতুন বছরে রহস্যের জালে প্রিয়াঙ্কা
গুগল সার্চে জেনডায়াকে খোঁজেন টম
নিজেরা সরাসরি না বললেও, হলিউড অভিনেতা টম আর জেনডেয়া যে প্রেম করছেন, তা কারোর জানতে বাকি নেই। পর্দার রসায়নের পাশাপাশি, তাঁদের প্রেমও দারুণ পছন্দ করেন ভক্তরা। চলতি বছরে ‘সামাহ দাদাস অন দ্য মেনু’ পডকাস্টে সম্পর্কের নানান অজানা বিষয়ের কথা বলেছিলেন টম। সেখানেই তিনি বলেছিলেন সবশেষ গুগল সার্চে তিনি খুঁজেছেন তাঁর বান্ধবী জেনডেয়াকে । তাছাড়া টম সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। তাই যে কোনও বিষয় খোঁজ নিতে গুগল ভরসা। তাঁর কথায়, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না। কারণ জীবনে এর প্রয়োজনীয়তা অনুভব করেন না। সব অ্যাকাউন্ট মুছে দিয়েছেন। তাই অনেক বিষয়ে তাঁকে গুগল করতে হয়। সবকিছু থেকে এই দূরত্ব অনেক সময় উদ্বেগের কারণ হয় বলে মনে করেন টম। তখন নির্ভর করেন গুগলের উপর।