ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বৃহস্পতিবার ছিল অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS 2025) দ্বিতীয় তথা শেষ দিন। বৃহস্পতিবার সম্মেলনের সমাপ্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, এবারের সম্মেলন থেকে রাজ্য ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে। গত বছর বাণিজ্য সম্মেলনে ৩ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছিল । সেটাই এবার বেড়ে হল চার লক্ষ চল্লিশ হাজার কোটি । তাই এবারের বাণিজ্য সম্মেলনের (BGBS 2025) স্বার্থকতা বোঝাতে মুখ্যমন্ত্রী বললেন, ‘Remarkable Success’।
সাড়ে চার লক্ষ কোটি টাকার বিনিয়োগ-প্রস্তাব (BGBS 2025)
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS 2025) উদ্বোধনী মঞ্চে বুধবার মুকেশ অম্বানি, সঞ্জীব গোয়েঙ্কা, সজ্জন জিন্দল, সঞ্জীব পুরীরা বড় অঙ্কের বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার সম্মেলনের সমাপ্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, বুধবার যে বিনিয়োগের প্রস্তাব এসেছিল, তা হিসাবে ধরা হয়নি। দ্বিতীয় দিনে যে সমস্ত বিনিয়োগ প্রস্তাব এসেছে, সেটাই অভূতপূর্ব।বাণিজ্য সম্মেলনের শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‘আমি জানি সকলেই একটা কথা জানার অপেক্ষায় রয়েছেন। তা হল, কত কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এল।’’ এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শুধু আজকেই অর্থাৎ বৃহস্পতিবারই ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে।’’
আরও পড়ুন : শুরু বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, এবার বঞ্চিত উত্তর দিনাজপুর; আমন্ত্রণ পাননি শিল্পপতি কৃষ্ণ কল্যাণীও
২১২ টি মউ স্বাক্ষর (BGBS 2025)
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS 2025) সাফল্যের কথা ভাগ করে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই সম্মেলনে ২১২ মউ স্বাক্ষর হয়েছে। গত সাত বারে ১৯ লক্ষ কোটি বিনিয়োগ হয়েছিল। যার মধ্যে ১৩ লক্ষ কোটির কাজ হয়ে গেছে। বাকি ছয় লাখ কোটি টাকার কাজ চলছে। গতকাল (বুধবার) প্রচুর বিনিয়োগ হয়েছে। শুধু মুকেশ আম্বানিই একা অনেক বিনিয়োগ করেছেন। আবার করবেন আমাকে একান্ত বৈঠকে বলেছেন। সজ্জন জিন্দালও জানিয়েছেন। আমি খুশি যে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির প্রস্তাব এল। এছাড়া আরও বিনিয়োগ আসছে।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘মা লক্ষ্মী আসুক ঘরে, বাণিজ্যে বসতে লক্ষ্মী, যত শিল্প আসবে, তত চাকরি হবে।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘যা করে গেলাম, আর যা করে যাচ্ছি’, সেটা একদিন উদাহরণ হয়ে থাকবে।
আরও পড়ুন : BGBS সম্মেলন করে কী ‘লাভ’ ? বিরোধীদের কটাক্ষয়ের জবাব মমতার
প্রথম দিনে কোন সংস্থা কত লগ্নির প্রস্তাব দিল?
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ২০৩০ সালের মধ্যে ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে বাংলায়, জানিয়েছেন মুকেশ আম্বানি। জিন্দল গোষ্ঠীর তরফে ৩২,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অম্বুজা নেওয়াটিয়া গ্রুপ আগামী কয়েক বছরে ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। আরপিএসজি গ্রুপের পক্ষ থেকে ১০,০০০ কোটি টাকার লগ্নির কাজ চলছে।আইটিসি গত তিন-চার বছরে ৭,৫০০ কোটি টাকার লগ্নি করেছে। ইমামি গ্রুপও আগামী কয়েক বছরে বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।