ট্রাইব টিভি বাংলা ডিজিটাল:মার্কিন কংগ্রেসে পাশ হওয়া ‘জনকল্যাণমূলক বিল’-এর জেরে শুধু আমেরিকার রাজনৈতিক মহলেই নয়, আলোড়ন উঠেছে ভারতের অর্থনীতিতেও (Big Beautiful Bill)। কর হ্রাস সংক্রান্ত এই বিলে রেমিট্যান্সের উপর কর কমানোয় আশার আলো দেখছে নয়াদিল্লি, যদিও বিলটির ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা কর্ণধার ইলন মাস্কের প্রকাশ্য সংঘাতে অস্বস্তি বেড়েছে দুই দেশের নীতিনির্ধারকদের মধ্যেই।
ভারতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব (Big Beautiful Bill)
গত ২২ মে হাউস অফ রিপ্রেজ়েনটেটিভসে পাস হয় ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ (Big Beautiful Bill)। এই আইনে রেমিট্যান্স অর্থাৎ বিদেশ থেকে দেশে পাঠানো আয়ের উপর কর হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩.৫ শতাংশ করার প্রস্তাব রাখা হয়। মার্কিন মুলুকে গ্রিন কার্ড বা এইচ১বি ভিসা নিয়ে কর্মরত ভারতীয়দের জন্য এটা যেমন স্বস্তির খবর, তেমনই রেমিট্যান্স-নির্ভর ভারতীয় অর্থনীতির জন্যও এক গুরুত্বপূর্ণ ইতিবাচক পদক্ষেপ।ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ও বিশ্বব্যাঙ্কের হিসেব অনুযায়ী, ২০২৪ সালে ভারত পেয়েছে প্রায় ১২,৯০০ কোটি মার্কিন ডলার মূল্যের রেমিট্যান্স। অর্থাৎ ১১ লক্ষ কোটি টাকারও বেশি বৈদেশিক আয় এসেছে প্রবাসী ভারতীয়দের হাত ধরে। এই অঙ্ক একাই পাকিস্তান কিংবা বাংলাদেশের বার্ষিক বাজেটের সমান।
বিলের বিরোধিতায় সরব ইলন মাস্ক (Big Beautiful Bill)
তবে এখানেই দ্বন্দ্ব। এই বিলের বিরোধিতায় সরব হয়েছেন ট্রাম্পের (Donald J. Trump) সদ্য প্রাক্তন উপদেষ্টা ইলন মাস্ক (Elon Musk)। সরকারি অপ্রয়োজনীয় খরচ কমানো ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যিনি ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজিই)-র দায়িত্বে ছিলেন, সেই মাস্কের অভিযোগ—এই বিলের ফলে মার্কিন সরকারের আর্থিক চাপ বহুগুণে বাড়বে(Big Beautiful Bill)। তাঁর মতে, বড় অঙ্কের কর ছাড় দেওয়া হলে সরকারি ভর্তুকি ও জনসেবা খাতে ঘাটতি তৈরি হতে পারে।মাস্কের বিরোধিতা এতটাই জোরদার হয় যে ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে। অথচ জানুয়ারিতে ট্রাম্প নিজেই তাঁকে “বিশেষ পরামর্শদাতা” ঘোষণা করে বলেছিলেন, “ওঁর সঙ্গে আমার সম্পর্ক দারুণ।” এখন সেই সম্পর্ক অতীত।

ভারতের দৃষ্টিকোণ (Big Beautiful Bill)
ভারতের দৃষ্টিকোণ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত এক দশকে ভারতের রেমিট্যান্সে ৫৭ শতাংশ বৃদ্ধি ঘটেছে(Big Beautiful Bill)। ২০১৪ থেকে ২০২৪-এর মধ্যে প্রায় ১ লক্ষ কোটি ডলার পাঠিয়েছেন বিদেশে কর্মরত ভারতীয়রা, যার বড় অংশ এসেছে আমেরিকা থেকেই।অতএব, বিল কার্যকর হলেও রেমিট্যান্সে ৩.৫% কর বসানোয় বেশ কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হবে বলে আশঙ্কা করছে নয়াদিল্লি। যদিও তা মাস্কের প্রস্তাবিত ৫ শতাংশের চেয়ে কম, তবুও এটি ভারতের বৈদেশিক আয়ের উপর এক নতুন চাপ তৈরি করবে।

ট্রাম্প বনাম মাস্কের সংঘাত(Big Beautiful Bill)
বিশেষজ্ঞদের মতে, আমেরিকার অভ্যন্তরীণ নীতির প্রতিফলন যেহেতু ভারতের অর্থনীতিতে সরাসরি পড়ে, তাই আগামী দিনে রেমিট্যান্স নির্ভর দেশগুলিকে এই ধরনের কূটনৈতিক সিদ্ধান্তগুলির দিকে আরও সতর্ক নজর রাখতে হবে(Big Beautiful Bill)।
ট্রাম্প বনাম মাস্কের সংঘাত আপাতদৃষ্টিতে আমেরিকার অভ্যন্তরীণ ব্যাপার হলেও তার প্রতিধ্বনি পৌঁছচ্ছে দিল্লি পর্যন্ত। রেমিট্যান্সের উপর করের হার কমার খবরে স্বস্তি যেমন আছে, তেমনই ভবিষ্যতে এই নীতি কতদিন বহাল থাকবে তা নিয়েও রয়েছে উদ্বেগ। এখন দেখার, এই দ্বন্দ্বের কোনও সমঝোতা হয় কি না এবং তার প্রভাব কতটা পড়ে ভারতের বৈদেশিক অর্থনীতিতে।