Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউডের পর এবার বলিউডেও (Bollywood ) প্রশংসিত ‘বিনোদিনী’ (Binodiini)। এমনকি দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকেও মিলেছে সাড়া। গত শুক্রবার বঙ্গের সীমানা ছাড়িয়ে দেশের বিভিন্ন রাজ্যে মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত “বিনোদিনী:একটি নটীর উপাখ্যান” (Binodiini – Ekti Natir Upakhyan) ছবি। সম্প্রতি মুম্বাইতে (Mumbai ) ছবির প্রিমিয়ারও ছিল। সেখানেও ছিল বলিউড তারকাদের চাঁদের হাট। পর্দায় বিনোদিনী রূপে রুক্মিণীকে দেখে বলিউড তারকারা কী বলছেন?
বলিউড থেকে আসছে শুভেচ্ছা বার্তা (Binodiini)
গত শুক্রবার বিনোদিনী (Binodiini) ছবিটি চেন্নাই, পুনে, গুয়াহাটি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ সহ একাধিক জায়গায় মুক্তি পেয়েছে। জাতীয় স্তরে ছবিটি রিলিজ উপলক্ষে, শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অভিনেত্রী। গত ২৩শে জানুয়ারি ছবিটি বাংলায় মুক্তি পেয়েছিল। বাংলার নাট্য সম্রাজ্ঞী নটী বিনোদিনীর জীবন কাহিনী পর্দায় তুলে ধরা মুখের কথা ছিল না। টানা পাঁচ বছরের লড়াইয়ের পর, বিনোদিনী চরিত্রকে পর্দায় পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলেছেন রুক্মিণী। ইতিমধ্যেই বিনোদিনী লুকে তাঁর অভিনয় টলিউডের অন্দরে যথেষ্ট প্রশংসিত হয়েছে। এবার বলিউড থেকেও আসছে শুভেচ্ছা বার্তা।
‘বিনোদিনী’কে আত্মস্থ করেছেন রুক্মিণী (Binodiini)
এই ছবিকে কেন্দ্র করে হল ভিজিট কিংবা যে কোনও অনুষ্ঠান, যেখানেই অভিনেত্রী যাচ্ছেন, আলাদা করে নজর কাড়ছেন। দর্শক থেকে শুরু করে সিনে সমালোচকরা সবাই ‘বিনোদিনী’কে দিচ্ছে ফুল মার্কস। এই ছবির জন্য বিনোদিনীকে (Binodiini) কম পরিশ্রম করতে হয়নি। রীতিমত ভেঙেচুরে এই চরিত্রটিকে রুক্মিণী নিজের মধ্যে আত্মস্থ করেছিলেন। এই ছবির কথা বারবার বলতে গিয়ে, আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। রুক্মিণী বেশ কয়েকবার কেঁদেও ফেলেছেন।
আরও পড়ুন: Amar Sangi Movie Review: কেমন হল সোহিনী বিক্রমের ভুতুড়ে প্রেমের ছবি ‘অমর সঙ্গী’?
আর মাধবন এবং অভিষেকের শুভেচ্ছা বার্তা
বাংলায় ছবিটি রিলিজের এক সপ্তাহের মধ্যেই জাতীয় স্তরে মুক্তি পেয়েছে। এটা অনেক বড় পাওনা। সেই উপলক্ষে এক্স হ্যান্ডেলের ‘বিনোদিনী’ ছবির পরিচালক রামকমল মুখার্জিকে শুভেচ্ছা জানান অভিষেক বচ্চন। অপরদিকে পরিচালক রামকমলও অভিষেককে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন। ঠিক তার কিছুক্ষণের পর শুভেচ্ছা বার্তা এসেছে, আর মাধবনের তরফ থেকে। শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, “অসাধারণ প্রচেষ্টার জন্য তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা। আমি নিশ্চিত যে, ছবিটা তোমাদের অত্যন্ত গর্বিত করবে এবং ইতিহাস তৈরি করবে। জাতীয় স্তরে রিলিজের জন্য গোটা বিনোদিনী টিমকে শুভেচ্ছা”।
আরও পড়ুন: Rupsa Chatterjee: অপেক্ষার অবসান, মা হলেন রূপসা! ছেলে হল নাকি মেয়ে?
পরিশ্রমের সুফল পাচ্ছে ‘বিনোদিনী’ টিম
২০১৯ সালে যখন এই ছবি নিয়ে কথাবার্তা শুরু হয়, তখন নায়িকা কেন্দ্রিক ছবিটিতে অনেকেই ইনভেস্ট করতে চাইছিলেন না। বহু প্রযোজক এই ছবির সঙ্গে কাজ করতে চাননি। তখনই এই ছবির পাশে এসে দাঁড়ায়, দেবের প্রযোজনা সংস্থা। তারপর ২০১৯ থেকে ২০২৫, মাঝের এই জার্নিটা বিশেষ করে রুক্মিণী এবং ছবির পরিচালক রামকমল মুখার্জির জন্য একেবারেই সহজ ছিল না। ছবিটি প্রশংসার দাবিদার। আজ তাঁরা পরিশ্রমের সুফল পাচ্ছেন।