ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শনিবার সকালে বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত শালবাদরা পাথর শিল্পাঞ্চলে ঘটে গেল ভয়াবহ শ্যুটআউট। প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হল আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কিকে (Birbhum Shootout)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলা প্রায় ১১টা নাগাদ নিরষা গ্রামের একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে ছিলেন সুদীপ, যেখানে তিনি সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় ৫টি মোটরসাইকেলে করে এসে হামলা চালায় ৮-১০ জন সশস্ত্র দুষ্কৃতী। একাধিক রাউন্ড গুলি চালানো হয় সুদীপের লক্ষ্য করে (Birbhum Shootout)। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুষ্কৃতীরা সঙ্গে থাকা টাকার ব্যাগটি নিয়ে দ্রুত এলাকা ছাড়ে। খুনের মূল উদ্দেশ্য টাকা লুট না কি এর পেছনে রয়েছে অন্য কোনও ব্যবসায়িক দ্বন্দ্ব— তা তদন্ত করে দেখছে পুলিশ।
ঘটনার পর কী বলছে পুলিশ? (Birbhum Shootout)
ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, এটি পরিকল্পিত লুটপাট ও খুনের ঘটনা। তবে পাথর ব্যবসায় কোনও শত্রুতা বা বিবাদের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

নিরাপত্তা ঘিরে প্রশ্ন (Birbhum Shootout)
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই পাথর শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরেই নিরাপত্তার অভাব রয়েছে। বারবার পুলিশের নজরদারির দাবি জানানো হলেও তেমন কোনও স্থায়ী পদক্ষেপ দেখা যায়নি।
এই শ্যুটআউট কাণ্ড ফের একবার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঘিরে প্রশ্ন তুলেছে (Birbhum Shootout)। আদিবাসী ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনাকে ঘিরে যথেষ্ট উদ্বিগ্ন স্থানীয়রা। পুলিশ আশ্বাস দিয়েছে, খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।