ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলায় ১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করল পাইপিং সল্যুশনস-এর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান করন পলিমার্স প্রাইভেট লিমিটেড। অত্যাধুনিক এমডিপিই গ্যাস পাইপের উন্মোচনের মাধ্যমে এক নতুন অধ্যায়ের সূচনা করল এই সংস্থা। শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করন পলিমার্সের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর শ্রী শ্যামলাল আগরওয়াল এবং এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী কুনাল আগরওয়াল।
গ্যাস পরিবহনের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই এমডিপিই পাইপগুলি করন পলিমার্স-এর উদ্ভাবনী শক্তি এবং উন্নত মানের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। এই পাইপগুলি আরও বেশি সুরক্ষা, স্থায়িত্ব এবং কার্যক্ষমতা প্রদান করবে। যা গ্যাস পাইপ শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করবে।

করন পলিমার্সের চেয়ারম্যান ও এমডি শ্রী শ্যামলাল আগরওয়াল বলেন, “পশ্চিমবঙ্গে আমাদের ১০০ কোটির সম্প্রসারণ পরিকল্পনার মাধ্যমে আমরা এই অঞ্চলে আমাদের উপস্থিতি মজবুত করতে, স্থানীয় কর্মসংস্থানে অবদান রাখতে এবং গ্রাহকদের জন্য উন্নত পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। করন পলিমার্স-এ আমরা সর্বদা মান এবং স্থায়িত্ব বজায় রেখে সেরা সমাধান প্রদান করার উপর গুরুত্ব দিই। শহরের গ্যাস পরিবহণে ব্যবহৃত মধ্যম-ঘনত্বের পলিথিন গ্যাস পাইপ চালু করার পরিকল্পনা করেছি আমরা। গত বছর, আমরা ধাতব পাইপের পরিবর্তে ৪৫০ মিটার গভীরতা পর্যন্ত ব্যবহারের জন্য ইউপিভিসি কেসিং এবং স্ক্রিন পাইপ স্থাপন করেছি।”
করন পলিমার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী কুনাল আগরওয়াল বলেন, “এই সম্প্রসারণ শুধুমাত্র পরিকাঠামোতে বিনিয়োগ নয়; এটি পশ্চিমবঙ্গে শিল্পোন্নয়নে আমাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করে।” বর্তমানে সংস্থাটির পাইপ এবং ফিটিংগুলি পূর্ব ভারতের সমস্ত প্রধান রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জল প্রকল্পে ব্যবহৃত হচ্ছে।