Last Updated on July 8, 2025 by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal) বোলপুর থানার আইসি-কে ফোনে কুরুচিকর মন্তব্যের মামলায় অহেতুক নাক গলাচ্ছে জাতীয় মহিলা কমিশন! জাতীয় মহিলা কমিশনের দিল্লিতে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ বীরভূমের পুলিশ সুপার। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
আইসি-কে ফোনে কুরুচিকর মন্তব্যে অনুব্রত(Calcutta High Court)
সম্প্রতি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানার আইসি-কে ফোনে কুরুচিকর এবং তাঁর পরিবারের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য করার অভিযোগ ওঠে। সেই ‘অডিও ক্লিপ’ ভাইরাল হয়ে যায়। শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। ওঠে সমালোচনার ঝড়। অনুব্রতের নামে লিখিত অভিযোগ দায়ের করেন বোলপুর থানার আইসি লিটন হালদার। সেই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য থানাতেও ডেকে পাঠানো হয় অনুব্রত মণ্ডলকে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রথমে হাজিরা না দিলেও পরে থানায় গিয়ে হাজিরা দেন অনুব্রত মণ্ডল। সেই ঘটনার তদন্ত এখনও করছে পুলিশ।
অনুব্রতর বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন(Calcutta High Court)
এই ঘটনায় অনুব্রতর বিরুদ্ধে পুলিশের ভূমিকা এবং নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে। অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিয়ে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলে জাতীয় মহিলা কমিশন। যদিও পুলিশের তরফ থেকে যুক্তি দেওয়া হয়, যেহেতু অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছেন, তাই তাঁকে হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই।
আরও পড়ুন: Mafiaraj in Tollywood: টলিউডে মাফিয়ারাজ! বিশ্বাসের আড়ালেই অবিশ্বাসের কালো ছায়া
পুলিশ সুপারকে দিল্লিতে হাজিরার নোটিশ জাতীয় মহিলা কমিশনের
গোটা ঘটনায় পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, তার ‘অ্যাকশন টেকন’ রিপোর্ট চেয়ে বীরভূমের পুলিশ সুপার আমনদীপকে নোটিশ পাঠায় জাতীয় মহিলা কমিশন। কিন্তু সেই নোটিশের কোনও সন্তোষজনক কোনও উত্তর না আসায় দ্বিতীয়বার আবারও এসপি-কে নোটিশ পাঠায় জাতীয় মহিলা কমিশন। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তার ব্যাখ্যা চেয়ে বীরভূমের পুলিশ সুপারকে কেস ডায়েরি সহ আগামী ১৪ জুলাই দিল্লিতে সশরীরে হাজিরার নির্দেশ দেয় জাতীয় মহিলা কমিশন।
জাতীয় মহিলা কমিশনের নোটিশকে চ্যালেঞ্জ পুলিশ সুপারের
জাতীয় মহিলা কমিশনের এই হাজিরার নোটিশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হলেন বীরভূমের পুলিশ সুপার। তাঁর অভিযোগ, পুলিশ যখন এই মামলার তদন্ত করছে, তখন জাতীয় মহিলা কমিশন অহেতুক এই বিষয়ে নাক গলাচ্ছে। মঙ্গলবার আইনজীবী মারফত গোটা ঘটনায় কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এসপি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা।