ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোরস ও সোনিয়ার (Sonia Gandhi) সম্পর্ক নিয়ে কয়েকদিন ধরেই উত্তাল হচ্ছিল সংসদ। বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গের জর্জ সোরসের (George Soros) যোগ নিয়ে বিক্ষোভে নামল কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সংসদ চত্বরে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ বিজেপির।
আদানি ঘুষ-কাণ্ড নিয়ে বিরোধীদের ধর্নার জবাবে সোনিয়া গান্ধীর সঙ্গে ‘ভারত বিরোধী শক্তির যোগাযোগ’-এর অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি (BJP)। যার জেরে ভন্ডুল হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বৃহস্পতিবার ফের সংসদ চত্বরে বিক্ষোভে শামিল হলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj singh)। ভারত থেকে কাশ্মীরকে পৃথক করতে চাওয়া বিচ্ছিন্নতাবাদীদের মদত দেয় জর্জ সোরস ফাউন্ডেশন। সেই সংস্থার সঙ্গে যোগ রয়েছে সোনিয়া গান্ধীর (Sonia Gandhi)। এমনই বিস্ফোরক অভিযোগ আনল বিজেপি। সোমবার সোনিয়া গান্ধীর জন্মদিনে নিজেদের এক্স হ্যান্ডেলে বিস্ফোরক দাবি করে বিজেপি।
আরও পড়ুন:RG Kar Case: ঝুলেই অভয়ার বিচার, সুপ্রিমে ফের পিছলো আরজি কর শুনানি
আরও পড়ুন: Delhi Assembly Election: কংগ্রেসের সঙ্গে জোট নয়, আপ একাই লড়বে দিল্লি বিধানসভায়
জর্জ সোরস (George Soros) ফাউন্ডেশন সংক্রান্ত বেশ কিছু ছবি পোস্ট করে গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়, “ভারতের উন্নতি রুখতে একসঙ্গে কাজ করে কংগ্রেস এবং জর্জ সোরস (George Soros)। এই ধনকুবেরের সাহায্যপ্রাপ্ত সংস্থা FDL-AP দাবি করে কাশ্মীর একটি আলাদা অংশ। ওই FDL-AP সংস্থার কো-প্রেসিডেন্ট ছিলেন সোনিয়া। অর্থাৎ কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদের সমর্থকের সঙ্গে কংগ্রেস নেত্রীর যোগ রয়েছে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে বিদেশি সংগঠনগুলো।” এবার ফের সংসদের বাইরে হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাল কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সহ বিজেপিরা।
আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) তোপ দেগেছিলেন মার্কিন ধনকুবের সোরস (George Soros) । সেই সময়ে অবশ্য সোরসের বিরোধিতা করেছিল হাত শিবির। কংগ্রেস জানিয়েছিল, ভারতের বিষয়ে তাঁর মাথা না গলানোই শ্রেয়। কিন্তু এবার সেই সোরসের জন্যই অস্বস্তিতে পড়তে চলেছেন রাহুল-সোনিয়ারা। বিজেপির এই বিস্ফোরক দাবি নিয়ে হাত শিবিরের তরফে বলা হয়, সমস্ত অভিযোগই ভিত্তিহীন। ভারতবিরোধী কোনও কাজের সঙ্গে কংগ্রেস যুক্ত নয়।