ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিজেপি পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে (BJP’s Election Preparation), যদিও প্রকাশ্যে কোনও ঘোষণা করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, রাজ্য নেতৃত্ব বিভিন্ন নির্দেশিকা জারি করেছে, যা ভোটের প্রস্তুতির প্রাথমিক চিহ্ন। তবে, দলের তরফ থেকে এখনো এক বছর সময় হাতে রয়েছে বলে নির্বাচন প্রস্তুতির কোনও ত্বরান্বিত তৎপরতার কথা বলা হয়নি।
পুরনো দফতরে নয়া নজর (BJP’s Election Preparation)
রাজ্য বিজেপির পুরনো দফতর মুরলীধর সেন লেনের উপর বিশেষ নজর দেওয়া (BJP’s Election Preparation) হচ্ছে। যদিও কেন্দ্রীয় দফতর সল্টলেকের সেক্টর ফাইভে, তবে নির্বাচনের সময় রাজ্য দফতরের পাশাপাশি সমান্তরাল অফিসও খোলা হয়, যা মূলত নির্বাচনী কাজ পরিচালনা করে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং কলকাতা পুরনির্বাচনও হেস্টিংস মোড়ের অফিস থেকেই পরিচালিত হয়েছিল। এবারও পরিস্থিতি একই রকম। সেক্টর ফাইভে মূল সংগঠনের কাজ চললেও, মুরলীধর সেন লেনকে নির্বাচনী কাজে ব্যবহার করা হবে বলে জানা গেছে।
খুলবে কল সেন্টার (BJP’s Election Preparation)
দলের ‘ওয়ার রুম’ হিসেবে পরিচিত সেক্টর ফাইভের দফতর থেকে (BJP’s Election Preparation) এবার নির্বাচন কাজের জন্য মুরলীধর সেন লেনের পুরনো অফিস ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে শীঘ্রই কল সেন্টার খোলার পরিকল্পনাও রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এই কল সেন্টার খোলা হয়েছিল, যার মাধ্যমে রাজ্য জুড়ে কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন, সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবং দলীয় নির্দেশনার প্রচার করা হত।
আরও পড়ুন: Tariff War US: ট্রাম্পের বড় সিদ্ধান্ত! কানাডা, মেক্সিকোর উপরে শুল্ক এখনই চাপানো হবে না!
সমস্যার সমাধান
এখন সেই কল সেন্টার আবার চালু হতে চলেছে, যদিও দফতরের পুরনো অবস্থা কিছুটা সমস্যা তৈরি করছে। মুরলীধর সেন লেনের বাড়িটি বেশ পুরনো, এবং দীর্ঘদিন ব্যবহার না হওয়ার কারণে এখানে নানা রকমের সমস্যা দেখা দিয়েছে, যেমন জল পড়া, দেয়ালে শ্যাওলা জমা ইত্যাদি। তবে বিজেপি নেতৃত্ব দ্রুত এই সমস্যাগুলি সমাধান করার উদ্যোগ নিয়েছে।

নির্বাচনের তৈয়ারি
এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছেন, ‘‘সমন্বয় বর্গের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’’ তিনি বলেন, ‘‘বিজেপি ৩৬৫ দিনই প্রস্তুত থাকে, তবে ভোটের জন্য প্রস্তুতি আরও বাড়ানো হচ্ছে কারণ নির্বাচন শীঘ্রই আসতে পারে।’’ রাজ্য বিজেপির তৎপরতা ও প্রস্তুতি থেকে স্পষ্ট যে, দল নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে চাইছে, যাতে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয়।